ইরানি শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা নিষিদ্ধ চায় ইসরায়েল!

ইরানি ছাত্রদের বিদেশে পড়াশোনা নিষিদ্ধের দাবি জানিয়েছেন আওযি রুবন নামের ইসরায়লি এক ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ।

ওই প্রযুক্তিবিদের দাবি, ইরানি ছাত্ররা বাইরের দেশে পড়াশোনা করে আধুনিক সামরিক প্রযুক্তি রপ্ত করে তা ইরানে কাজে লাগাচ্ছে।

ফলে ইরানি ছাত্রদের বাইরের দেশে পড়াশোনা বন্ধ করতে হবে।

আওযি রুবন বলেন, পশ্চিমা দেশগুলোর যে পারমাণবিক সক্ষমতা রয়েছে, ইরান সেই শক্তিই অর্জন করতে চায়।

এজন্য তারা বিভিন্ন নিষিদ্ধ পদক্ষেপও গ্রহণ করতে দ্বিধাবোধ করছে না। ইরান সামরিক শক্তির পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতাও বাড়াচ্ছে।

এসএইচ-২৯/১৫/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)