নিজের ছবি আপলোড করে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতির কথা জানান দেন বহু তারকাই৷ আর তাদের মধ্যে একজন হলেন বলিউডের দিশা পাটানি৷
সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে তাঁর ওয়ার্ক আউটের ভিডিও পোস্ট করেছেন৷ যার লাইক-শেয়ার-কমেন্টের সংখ্যা বাড়ছে হু হু করে৷ কিন্তু ভারত ছবির এই অভিনেত্রী গুরুতর আহত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তমহলে দুশ্চিন্তার মেঘ৷
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাগী ২-এর এই অভিনেত্রী জানান, প্রশিক্ষণ চলাকালীন তিনি মাথায় গুরুতর চোট পান এবং যার ফলে তিনি তাঁর জীবনের প্রায় ৬ মাসের কথা-কাজ কিছু মনে করতে পারছেন না৷ কোনও স্মৃতিই নেই সেই ছয় মাসের৷
দিশা বলেন, শ্যুটিংয়ে না থাকলে তিনি জিমন্যাস্টিক অথবা মিক্সড মার্শাল আর্টস নিয়ে ব্যস্ত থাকেন৷ …প্রতিদিনই এটা করতে হয়৷ কোনও একটা লক্ষ্যে পৌঁছতে গেলে সেই ভাবে পরিশ্রম করতে হয় বলে জানান তিনি৷
দিশাকে মালাঙ ছবিতে আদিত্য রয় কাপুরের বিপরীতে দেখা যাবে৷ আপাতত ছবি, ওয়ার্ক আউট, সোশ্যাল মিডিয়া পোস্ট ভালোই সময় কাটছে দিশার৷
এসএইচ-০৪/২৯/১৯ (বিনোদন ডেস্ক)