বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হতে সাক্ষাৎকার দিয়েছেন রাসেল ডমিঙ্গো। তিনি ছাড়াও আরও দুজন প্রার্থী রয়েছেন। যার মধ্যে একজন হলেন চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কান এই কোচের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করছে বিসিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন ডমিঙ্গোর সাক্ষাৎকারে উপস্থিত থাকা বিসিবির দুজন পরিচালক। তবে হাথুরুকে ডমিঙ্গোর মতো সশরীরে আসতে হবে না ঢাকায়। যেহেতু তিনি তিন বছর কাজ করে গেছেন বাংলাদেশে, তার সাক্ষাৎকার ফোনেই সেরে নেবেন বিসিবির কর্তারা। হাথুরুর সাক্ষাৎকার হয়ে যাবে ঈদের আগে।
কাল হাথুরুর সঙ্গে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শ্রীলঙ্কায় গত দুই বছরে তার অধ্যায়টা খুব একটা মধুর নয়। বিসিবির পক্ষ থেকে হাথুরুর সঙ্গে যোগাযোগের গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরেই।
অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বারবার। তবে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কে ছিন্ন হওয়ার পর এটা নিশ্চিত হওয়া গেছে, হাথুরুও সাক্ষাৎকার দেবেন বাংলাদেশ দলের কোচ হতে।
তিনি আবারও সাকিব-তামিমদের কোচ হবেন কি না, সেটি অবশ্য এখনই নিশ্চিত করে বলার উপায় নেই। বিসিবির এক পরিচালক বললেন, এবার আমাদের হাতে অনেক বড় বড় নাম আছে।
কে হচ্ছেন কোচ, সেটি তাই এ মুহূর্তে বলা কঠিন। তেমনই এক বড় নাম হতে পারেন পল ফারব্রেস। গত বছর এই ফারব্রেসের সঙ্গে চুক্তির কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল বিসিবির। কিন্তু পারিবারিক কারণে শেষ মুহূর্তে ইংলিশ কোচই না করে দেন।
এসএইচ-১৮/০৮/১৯ (স্পোর্টস ডেস্ক)