এক মাসের মধ্যে ‘অবসরে’ অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার

মানসিক সমস্যায় খেলা থেকে বিরতি? বছর কয়েক আগেও এমন কথা শুনলে অনেকে মুখ বাঁকা করতেন। ক্রিকেটারদেরও যে ব্যক্তিজীবনে সমস্যা থাকতে পারে, এখনও এমনটা মানতে চান না অনেকে।

তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা সাহস করে একে একে সামনে চলে আসছেন। সম্প্রতি মানসিক অবসাদের কারণ দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্বেচ্ছা অবসরে গেছেন অসি তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

তার পথ ধরে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার নিক ম্যাডিনসন। এখন ‘এ’ দলে খেললেও অস্ট্রেলিয়ার হয়ে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে ম্যাডিনসনের।

২০১৬ সালে অভিষেক হওয়ার পর থেলেছেন তিনটি টেস্ট। মানসিক সমস্যায় ভোগা তার অবশ্য নতুন নয়, অভিষেকের পর ২০১৭ সালে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ার পর ক্রিকেট থেকে বেশ কিছুদিন বাইরে ছিলেন, মানসিকভাবে বিপর্যস্ত ম্যাডিনসন।

এবার তাদের মতো নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা নিলেন অস্ট্রেলিয়ান ক্লাব ভিক্টোরিয়ার ২১ বছর বয়সী ব্যাটসম্যান উইল পোকোভস্কি। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দলে থাকার জোর সম্ভাবনা ছিল তার।

কিন্তু ভিক্টোরিয়ার ব্যাটসম্যান নিজেই নির্বাচকদের জানিয়ে দিয়েছেন, তাকে যেন বিবেচনা করা না হয়। চলতি বছরের শুরুতে আরও একবার মানসিক অবসাদের কারণ দেখিয়ে ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন প্রতিভাবান এই তরুণ।

এসএইচ-১৭/১৪/১৯ (স্পোর্টস ডেস্ক)