রাজশাহীতে মাছবোঝাই নসিমন উল্টে ব্যবসায়ীর মৃ্ত্যু

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাছবোঝাই নসিমন উল্টে শরিফুল ইসলাম (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নসিমনচালকও আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার রাজাবাড়িহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম উপজেলার রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামে তার বাড়ি। বাবার নাম মৃত ইয়াসিন আলী। আহত নসিমনচালক লালন শেখ (৩৪) মান্ডইল গ্রামের মৃত নজিবুর রহমানের ছেলে।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জান্নাত জাহান জানান, মাছভর্তি একটি নসিমন গোদাগাড়ী থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল।

রাজাবাড়িহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী শরিফুল নিহত হন।

পরে আহত চালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জান্নাত জাহান আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিএ-০২/২৬-০১ (নিজস্ব প্রতিবেদক)