কুমিল্লায় চাঁদা না দেয়ায় মুক্তার হোসেন নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত প্রবাসী মুক্তার হোসেন (৪০) ওই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। এ সময় ওই প্রবাসীর ভাই খোকন ও ইমামকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের তিন ছেলে মুক্তার, খোকন ও ইমাম সৌদি আরবে চাকরি করে আসছিলেন। সম্প্রতি তিন ভাই মিলে এলাকায় একটি বাড়ি নির্মাণ করেন।
নতুন বাড়ি নির্মাণ করায় স্থানীয় সন্ত্রাসী কালাবাহিনী ওই প্রবাসী পরিবারের কাছে চাঁদা দাবি করে। বৃহস্পতিবার রাতে চাঁদার জন্য ওই প্রবাসীর বাড়িতে হানা দেয় সন্ত্রাসীরা। এ সময় চাঁদা না দেয়ায় মুক্তার হোসেনসহ তিন ভাইকে কুপিয়ে জখম করা হয়।
স্থানীয়রা গুরুতর আহত তিন ভাইকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুক্তার হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত খোকন এবং ইমাম হোসেনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, সন্ত্রাসী হামলায় নিহত প্রবাসীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
বিএ-১৯/৩০-০১ (আঞ্চলিক ডেস্ক)