প্রশ্ন: আমাদের এলাকায় একলোক পারিবারিক সূত্রে মুসলিম ছিলো। সে বিবাহও করেছে। তার সন্তানও আছে। কিছুদিন পূর্বে সে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করে।
পরে জানাজানি হলে পুনরায় সে মুসলমান হয়ে যায়।
জানার বিষয় হলো, এতে করে তার স্ত্রী’র সঙ্গে সংসার করতে হলে তাকে কি পুনরায় বিবাহ নবায়ন করতে হবে? নাকি পূর্বের বিয়ে বহাল থাকবে?
উত্তর : স্বামী স্ত্রীর কেউ মুরতাদ হয়ে গেলে তাৎক্ষনিকভাবে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাই পুনরায় ইসলাম গ্রহণ করার পর তারা যদি সংসার করতে চায় তাহলে মোহর ধার্যসহ বিবাহ নবায়ন করতে হবে।
(সূরা মায়েদা-৫৪,ফতওয়ায়ে শামী-৬/৩৬৬,তাতারখানিয়া-৭/২৮২,তাবয়িনুল হাকায়েক-৪/১৮০,ফতওয়ায়ে দারুল উলুম-১৮/২৯৬)।
আরএম-২৪/৩১/০১ (ধর্ম ডেস্ক)