
অসুস্থ ঋষি কাপুর। জানা গিয়েছে সংক্রমণ নিয়ে ভর্তি রয়েছেন দিল্লির এক হাসপাতালে। এই মুহূর্তে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী নিতু সিং, ছেলে রনবীর কাপুর এবং বান্ধবী আলিয়া ভাট।
হাসপাতালে ভর্তি করার কারণ বলতে গিয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ‘সেরকম কিছু নয়’। হঠাত অসুথতার কারণ বর্ণনা করে তিনি আরও বলেছেন, “আমার সংক্রমণের সমস্যা ছিল যার জন্য আমার চিকিৎসা চলছে। সেরকম কিছু নয়। মনে হচ্ছে দূষন আমাকে কাবু করেছে”।
তাঁর পরিবারের একটি সূত্র জানিয়েছে, ‘দিল্লিতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল চিন্টুজির। তবে হঠাত্ই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী নীতু কাপুর। বাবা অসুস্থ শুনে দিল্লি উড়ে গিয়েছেন রণবীরও।’ রণবীরের সঙ্গে আলিয়াও দিল্লি গিয়েছেন।
বোন রীমা জৈন ও মনোজ জৈনের পুত্র আরমানের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা। আরমানের মেহেন্দির অনুষ্ঠানে কাপুর পরিবারের অনুপস্থিতির পরই ঋষির শারীরিক অবস্থার অবনতির খবর প্রকাশ্যে আসে। ওই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল রণবীর-আলিয়ার।
তবে পরিবারের ইমার্জেন্সিতে সেই অনুষ্ঠান বাতিল করেছেন তাঁরা। সঞ্জয়লীলা বনসালির গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির শ্যুটিং পর্বের কাজ গুটিয়ে রেখে আলিয়া ভাট রণবীরের সঙ্গে দিল্লি রওনা হয়েছেন বলে জানা গিয়েছে।
২০১৮ সালে বিশেষ কোনও রোগের চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেম ঋষি কাপুর। প্রায় ১১ মাস ১১দিন সেখানে চিকিৎসা করানোর পর সেপ্টেম্বর মাসে মুম্বইয়ে ফেরেন ঋষি কাপুর। তারপর থেকে সুস্থই ছিলেন ঋষি। দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করারও কথা ছিল তাঁর।
এসএইচ-১৪/০৩/২০ (বিনোদন ডেস্ক)