এবার সিনেমায় ভারতীয় ক্রিকেট তারকা

তিনি বল হাতে নিলে কিছুটা হলেও চাপে থাকতেন বিপক্ষ দলের ব্যাটসম্যানরা। কারণ তিনি যে টারবুনেটর। একক দক্ষতাতে ভারতকে একাধিক ম্যাচ জিতিয়েছেন।

ভারতীয় ক্রিকেটের অতি পরিচিত ভাজ্জি। আর এবার সেই ভাজ্জি বা হরভজন সিংয়ের অভিষেক ঘটতে চলেছে সিনেমাতে।

এই প্রথম কোনও ক্রিকেটারকে লিড রোলে অভিনয় করতে দেখা যাবে। জানা গিয়েছে, তার সিনেমার নাম ‘ফ্রেন্ডশীপ’। ইতিমধ্যে ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। প্রথম দর্শনেই পোস্টারটি যথেষ্ট সাড়া জাগিয়েছে।

২০২০ সালে সিনে দর্শকরা যে আকর্ষণীয় চমক পেতে চলেছেন তা বোঝা গিয়েছে এই সিনেমার পোস্টার রিলিজের মধ্যে দিয়ে। তবে এই সিনেমার গল্প নিয়ে আপাতত কিছু জানা যায়নি।

যেহেতু সকলের প্রিয় ভাজ্জি এই সিনেমাতে রয়েছেন, মনে করা হচ্ছে গল্প যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে।

এসএইচ-১৯/০৩/২০ (স্পোর্টস ডেস্ক)