শুক্রবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ খেলতে বুধবার সকালেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। মাঝে একদিন অনুশীলনের পর শুক্রবারই নেমে পড়তে হবে মাঠে।
সিরিজের প্রথম টেস্টের জন্য আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের তালিকা ঘোষণা করেছে আইসিসি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠের দুই আম্পায়ার, থার্ড আম্পায়ার ও রিজার্ভ আম্পায়ার- সবাই ছিলেন পাকিস্তানি। তবে টেস্টে এমন হওয়ার সুযোগ নেই। এ ফরম্যাটে নিরপেক্ষ দেশের আম্পায়ার থাকা বাধ্যতামূলক।
সে কারণেই ইংল্যান্ডের নাইজেল লং, নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাসকে এ ম্যাচ পরিচালনার জন্য নির্ধারণ করেছে আইসিসি। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে রাখা হয়েছে সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার স্যার রিচি রিচার্ডসনকে।
আম্পায়ারদের মধ্যে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নাইজেল লং এবং ক্রিস গ্যাফানি। মারাইস এরাসমান থাকবেন থার্ড আম্পায়ার হিসী। এছাড়া পাকিস্তানের শোজাব রাজাকে রাখা হয়েছে রিজার্ভ আম্পায়ার হিসেবে।
সবশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে পাকিস্তানে গিয়েছিলেন রিচার্ডসন। সেবার আইসিসি বিশ্ব একাদশে তিন টি-টোয়েন্টিতে রেফারি ছিলেন তিনি। এছাড়া ১৯৮৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে ছয়বার খেলোয়াড় হিসেবে পাকিস্তান সফর করেছেন রিচার্ডসন।
অন্যদিকে ক্রিস গ্যাফানি ও মারাইস এরাসমাস প্রথমবারের মতো যাবেন পাকিস্তানে। তবে নাইজেল লং এখনও পর্যন্ত পাকিস্তানের মাটিতে ৬টি ওয়ানডে পরিচালনা করেছেন। সবশেষ ২০০৯ সালের জানুয়ারিতে পাকিস্তান গিয়েছিলেন লং।
এসএইচ-১৯/০৫/২০ (স্পোর্টস ডেস্ক)