ব্যস্ত রাস্তা থেকে আহত কোকিলছানাকে উদ্ধার!

ভারতের কলকাতার ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে আহত কোকিলছানাকে উদ্ধার করলেন সাংবাদিক। সাহায্যে এগিয়ে ‌এলেন এক পথচারীও। মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রন্থাগারের সামনে বেলভেডিয়ার রোডের ঘটনা।

সাংবাদিক ও খড়দার বাসিন্দা প্রবীর ঘোষ দুজনেই তখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দুজনেরই চোখে পড়ে একটি কোকিলছানা রাস্তায় পড়ে। রাস্তায় তখন প্রচুর গাড়ি।

সঙ্গে সঙ্গে হাত তুলে গাড়ি থামান ওই সাংবাদিক। দাঁড়িয়ে যায় বহু গাড়ি।

কোকিলটিকে ধরা যাচ্ছিল না। কিছুক্ষণ চেষ্টার পর তাকে ধরা সম্ভব হয়। এরপর নিয়ে যাওয়া হয় আলিপুর চিড়িয়াখানায়। সেখানকার কর্মীরা কোকিলটিকে আপাতত একটি খাঁচায় রেখেছেন।

চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত জানিয়েছেন, আঘাত সেরে গেলেই কোকিলছানাকে ছেড়ে দেওয়া হবে।

এসএইচ-২০/০৫/২০ (অনলাইন ডেস্ক)