সবাইতো রঙিন অভিষেক চায়। কিন্তু সাইফ হাসানের জন্য দিনটা ছিল একেবারে ভিন্ন। দীর্ঘ অপেক্ষার পর শেষমেশ রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে নাম লেখালেও পাননি দারুণ কিছুর দেখা। প্রথম ইনিংসেই শূন্য করে ফিরতে হলো তাকে।
অথচ এই সাইফই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত। ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের বড় ভয়। যদিও এ দিন সাইফ ছাড়াও বাংলাদেশ দলের আরেক ওপেনার তামিম ইকবালও পুরোপুরি ব্যর্থ। মাত্র ৩ রান করে আউট হন তিনি।
ক’দিন আগে ঘরের মাঠে ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এই তামিম। কিন্তু শুক্রবার দলীয় ৩ রানের মাথায় মোহাম্মদ আব্বাসের এলবির ফাঁদে পা দিয়ে ফিরে যান সাজঘরে। এটাই কী ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে আসল তফাৎ?
পাকিস্তান সফরে যাওয়ার আগে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জোর গলায়ই বলেছিলেন। মিরপুর আর রাওয়ালপিন্ডি এক না। শেষ পর্যন্ত মিলে গেল উত্তর। অন্তত তামিম পেয়ে গেছেন আভাসটা।
লম্বা সময় পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। পিণ্ডির পুরনো ক্ষতে প্রলেপ দিতেই মমিনুলদের মাঠে নামা। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।
এসএইচ-২৬/০৭/২০ (স্পোর্টস ডেস্ক)