ট্রাম্পের ভুয়া ভিডিও সরাতে পেলোসির আবেদন, প্রত্যাখান ফেসবুক ও টুইটারের

মার্কিন কংগ্রেস স্পিকারের চিফ অব স্টাফস ড্রিউ হামিল টুইটারে লেখেন, ‘আমেরিকার নাগরিকরা জানেন প্রেসিডেন্ট তাদের কাছে ক্রমাগত মিথ্যে বলে যাচ্ছেন।

কিন্তু টুইটার ও ফেসবুকেও এসব বলতে দেখা দুঃখের। মিলিয়ন মানুষ এগুলোকেই সংবাদ বলে মনে করে।’

হামিল বলছেন, ট্রাম্প কিছু ভুয়া ভিডিও ব্যবহার করছেন। এই ভিডিওগুলো দিয়ে ন্যান্সি পেলোসিকে একরকম হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তার।

ডেমোক্রেটদের দাবি অবশ্যই এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে কড়া ব্যবস্থা নিতে হবে।

তবে দুই টেক জায়ান্টই ভিডিও সরিয়ে ফেলার এই আবেদন প্রত্যাখান করেছে। তারা বলছেন, পেলোসি আসলেই ভাষণের পর মার্কিন প্রেসিডেন্টের ভাষণ ছিড়েছেন। এই ভিডিওগুলোর মূল উপযিব্য বিষয় তো এটিই।

এসএইচ-২৪/১০/২০ (আন্তর্জাতিক ডেস্ক)