রাজশাহীর পবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও মজিববর্ষ উদযাপন বিষয়ক চুড়ান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান,
মতিহার থানা ওসি এসএম রায়হান পারভেজ, এয়ারপোর্ট থানা ওসি নূর-ই-আলম সিদ্দিক। উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা অফিসার্স ইনচার্জসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিএ-০৯/০২-০৩ (নিজস্ব প্রতিবেদক)