রাজশাহীর তানোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এক ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার বিকেলে উপজেলার বিনোদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহততরা হলেন, উপজেলার প্রাণপুর গ্রামের শাফিউল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (১৯) ও শামসুদ্দিনের ছেলে ফরিদ উদ্দীন (২৪)। আর আহতের নাম খায়রুল ইসলাম (১৯)। তিনি প্রাণপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, মিনারুল, ফরিদ ও খায়রুল মোটরসাইকেলে যোগে যোগিশো মোড় থেকে প্রাণপুর যাচ্ছিলেন। পথে বিনোদপুর মোড়ের বাঁক ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের আম গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেলের তিন আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে দকমল কর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় সেখানে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তিনজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মিনারুলকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান ফরিদ। খায়রুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএ-১৩/০৪-০৩ (নিজস্ব প্রতিবেদক)