রাজশাহীতে নানা আয়োজনে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাজশাহীর পবায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শ্রমিকদের ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ শ্লোগানে পবার নওহাটা জুট মিলস লিমিটেড এসব কর্মসূচি পালিত করে।
সকালে জুট মিলের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমানসহ শ্রমিকরা অংশ নেন।
র্যালি শেষে জুট মিলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নওহাটা জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান মুনসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান রইছ উল আলম মন্ডল, ব্যবস্থাপনা পরিচালক একেএম সাজেদুর রহমান খান, মহাব্যবস্থাপক তৌহিদা খাতুন, জিএম রুহুল আমিন, মাজদার রহমান ও বিভাগীয় মহাব্যবস্থাপক আজিজুল ইসলাম সরকার। জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান শেখ অনুষ্ঠান পরিচালনা করেন।
বিএ-০৮/০৬-০৩ (নিজস্ব প্রতিবেদক)