রাজশাহীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে মিজানুর রহমান বাবু (৪৫) নামে এক ব্যবসায়ীর দুই খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বেলপুকুর রেলগেট এলাকা থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত বাবু উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি এলাকার মজিবর রহমানের ছেলে। বাবু টাইলস ব্যবসায়ী। বানেশ্বর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবু বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোনো সময় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে এখনও নিশ্চিত ভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

বেলপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানায়, শুক্রবার ভোরে বেলপুকুর রেলগেট এলাকায় বাবুর দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। মাথা থেকে তার শরীর আলাদা হয়ে গিয়েছিল।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানানো যাবে। এ ঘটনায় রেলওয়ের ঈশ্বরদী জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হবে।

বিএ-১৩/০৬-০৩ (নিজস্ব প্রতিবেদক)