করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পরার গতিরোধ করতে ১০০০ জনের বেশি মানুষদের জমায়েত নিষিদ্ধ করল ফ্রান্স। দেশের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান এমনটাই জানিয়েছেন। ফ্রান্সে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বর্তমানে ১৯।
তিনি স্পষ্ট জানান, “যেকোনওরকম জমায়েত যেখানে এক হাজারের বেশি মানুষ থাকবেন, এখন থেকে তা নিষিদ্ধ”। পাশাপাশি, সরকারের তরফে একটি অনুষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে যেগুলি দেশের স্বার্থে জরুরী সেগুলিকে অনুমতি দেওয়া হবে বলেও আগাম জানিয়েছেন।
এর আগে ফ্রান্স সরকার বদ্ধ জায়গায় জমায়েত করায় নিষেধাজ্ঞা এনেছিল, যেখানে ৫০০০ বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না। একটি নোটিশ ইস্যু করে নিশেধাজ্ঞার কথা জানানো হয়েছিল।
ফ্রান্সের নতুন এই পদক্ষেপ বড়সড় ছাপ ফেলবে ক্রীড়া এবং বিনোদন সংক্রান্ত অনুষ্ঠানে। পাশাপাশি একটি বইমেলা এবং ট্যাটু সেলুন বাতিল করা হয়েছে।
প্যারিসে ইতিমধ্যেই এক্ততি খেলা বাতিল করা হয়েছে শনিবার। ছয় দেশ ব্যাপি মহিলাদের রাগবি খেলার স্কটল্যান্ড এবং ফ্রান্সের খেলা বাতিল করা হয়েছে।
এসএইচ-১৭/০৯/২০ (আন্তর্জাতিক ডেস্ক)