কাটা গাছ পড়ে প্রাণ গেল পাঁচজনের

ঢাকার ধামরাইয়ে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কে গাছ কাটার সময় যাত্রীবাহী ইজিবাইকের ওপর গাছ পড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (৯ মার্চ) দুপুরে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাইচাল গ্রামের নুরু (৬৫), কামারপাড়া গ্রামের শামসুল (৭০), তেলিগ্রামের মাজেদা (৬৫), একই গ্রামের আয়শা (৬০) ও কুলছুম আক্তার (৬০)।

স্থানীয়রা জানান, দুপুরে ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতা নিয়ে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর পৌঁছলে সড়কের দুই পাশে কাটতে থাকা গাছ তাদের ইজিবাইকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন আরও দুজন। আহতদের কাওয়ালীপাড়া জনকল্যাণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, ধামরাইয়ের কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কে গাছ কাটার কাজ চলছিল। এ সময় দুর্ঘটনাবশত একটি গাছ যাত্রীবাহী একটি ইজিবাইকের ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

বিএ-০৩/০৯-০৩ (ন্যাশনাল ডেস্ক)