সরকারের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে কয়েকশ’ যাত্রী ফেরিতে করে ভোলা ছেড়েছেন।
শুক্রবার সকালে ভোলার ইলিশা ঘাট থেকে এসব যাত্রীরা রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরের কর্মস্থলে যাওয়ার জন্য মেঘনা পাড়ি দেয়। এ সময় ঘাটে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাত্রীদের নিয়ন্ত্রণ করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় ভোলার ইলিশা ঘাট থেকে বিআইডব্লিটিসির ফেরি কনকচাঁপা ৫ শতাধিক যাত্রী নিয়ে লক্ষ্মীপুরে মজু চৌধুরীর ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ফেরি কর্তৃপক্ষ বারণ করা সত্ত্বেও যাত্রীরা উঠে পড়ে। সকাল থেকে ঘাটে জড়ো হওয়া এ যাত্রীদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটকে রাখলেও ফেরি ছাড়ার আগ মুহূর্তে বাধা উপেক্ষা করে ফেরিতে চড়ে বসে।
নিষেধাজ্ঞা অমান্যকারী যাত্রীদের অধিকাংশের কর্মস্থলে যাওয়ার অজুহাত রয়েছে। দুপুরে ইলিশাঘাট থেকে কুসুম কলি নামে অপর একটি ফেরি ছেড়ে গেলেও তাতে যাত্রী তোলা হয়নি।
ফেরির পরিদর্শক নজরুল ইসলাম জানান, ফেরিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩/৪শ’ যাত্রী উঠে পড়ে। এরপর আর ফেরিতে যাত্রী তোলা হয়নি।
এদিকে রাসেল নামে এক যাত্রী বলেন, বৃহস্পতিবার যাত্রীদের অনেক চাপ ছিল, তাই বাচ্চাদের নিয়ে এই ঝুঁকির মধ্যে যাওয়া হয়নি। লঞ্চ থেকে ফেরিতে ঝুঁকি কিছুটা কম। তাই এদিক দিয়ে যাওয়া।
সরকার আর দুইটা দিন পিছিয়ে লকডাউন ঘোষণা দিলে সবার জন্যই ভালো হতো। এ বিশৃঙ্খলার সৃষ্টি হতো না।
এসএইচ-২৩/২৩/২১ (আঞ্চলিক ডেস্ক)