নম্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। এক সময় পর্দায় বেশ জমজমাট থাকলেও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেই সরব উপস্থিতি তার। করোনা মহামারি এবং লকডাউনে ঘরে বসেই তাই ফেসবুকে সময় কাটান তিনি।
এই নায়িকা, নানা সময়ে নানা পোস্ট এবং ছবি দিয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন। ভক্তরাও প্রিয় অভিনেত্রীর সঙ্গে যুক্ত থাকতে পেরে খুশিই হন। তবে আছে ব্যতিক্রমও। ভালোবাসার পাশাপাশি কটু কথাও শুনতে হয় এই অভিনেত্রীকে।
সম্প্রতি জনপ্রিয় গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা রেখে ফেসবুকে পোস্ট করে সাইবার বুলিংয়ের শিকার হন অরুণা। কমেন্টবক্সে তাকে নানা নেতিবাচক মন্তব্য শুনতে হয়। তার প্রতিউত্তরে ক্ষুব্ধ কণ্ঠে বলেন ‘আমার ভাবনা আমি লিখেছি, এরা কে যে আমাকে ভাবনা ভেবে দিতে আসবে। এমনকি প্রধানমন্ত্রীকে নিয়েও এরা ফেসবুকে কটুক্তি করে’।
এক সময় বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করা এই অভিনেত্রী বর্তমান যুগের শিল্পীদের সঙ্গেও কাজ করছেন সেটা বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা। তবে নতুন শিল্পীদের কাজ নিয়ে খুব একটা আশাবাদী নন তিনি। অভিনেত্রী বলেন, সিনেমায় আসলে নতুনদের কারো মধ্যে আমি তেমন স্পার্ক দেখি না।
এদিকে, অভিনেত্রী অরুণা বিশ্বাস চলচ্চিত্র নির্মাণ করবেন। চলতি বছর সরকারি অনুদানের তালিকায় তার ‘অসম্ভব’ সিনেমাটি রয়েছে। তবে সিনেমায় কারা অভিনয় করবেন এখনও ঠিক করেননি তিনি।
প্রায় ৮ বছরের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। বর্তমানে এর প্রি প্রোডাকশনের কাজ চলছে। স্ক্রিপ্ট যাতে আরও ভালো করা যায়, সে প্রক্রিয়া চলছে। শুটিংয়ে নামার আগে যত প্রস্তুতি দরকার সবই ধাপে ধাপে শেষ করা হচ্ছে।
সংবামাধ্যমকে অরুণা জানালেন, তার এই সিনেমাটি নিয়ে কোনো ছাড় দিতে চান না। বললেন, শুটিংয়ের আগে প্রেস কনফারেন্স করে যাবতীয় সবকিছু জানাবো। তারপর লকডোর শুটিং করবো।
তিনি আরও বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই সব কাজ শেষ করতে চাই। কাস্টিং, লোকেশন, ড্রেস সবকিছু। আর নভেম্বর থেকে শুটিংয়ে যাবো। এমন পরিকল্পনাই করছি। বাকিটা কোভিড পরিস্থিতির ওপর নির্ভর করছে।
এসএইচ-২৯/৩০/২১ (বিনোদন ডেস্ক)