দেশের কাছে ফোন-হ্যাক করার উপকরণ বিক্রি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে সেলেব্রাইট৷ ইসরায়েলি প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন৷
ক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নিবন্ধিত হতে দেশটির সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)-কে বেশ কিছু তথ্য প্রদান করেছে ইসরায়েলি প্রতিষ্ঠান সেলেব্রাইট৷
এসইসি’র ওয়েবসাইটে প্রকাশিত সেসব তথ্যের মাঝে সেলেব্রাইট লিখেছে, ‘‘আমরা বাংলাদেশ, বেলারুশ, চীন, হংকং, ম্যাকাও, রাশিয়া এবং ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসা না করার সিদ্ধান্ত নিয়েছি, যার আংশিক কারণ হচ্ছে দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি এবং সেখানে তথ্য সুরক্ষা ব্যবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে৷”
গত ১৭ মে এসইসি ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হলেও সম্প্রতি ইসরায়েলের প্রভাবশালী হারেৎস পত্রিকা একটি প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি অনেকের নজরে আসে৷
হারেৎস লিখেছে, ‘‘সেলেব্রাইট বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা বাহিনীর কাছে ‘ডিজিটাল ফরেনসিক’ সমাধান বিক্রি করে৷ প্রতিষ্ঠানটির প্রধান পণ্যের নাম হচ্ছে ‘ইউনিভার্সেল ফরেনসিক এক্সট্রাকশন’ ডিভাইস৷ এই ডিভাইস ব্যবহার করে ‘লকড’ থাকা মোবাইল ফোনের বিভিন্ন তথ্য এবং সেটির অবস্থান ফোনটির মালিকের অনুমতি ছাড়াই সংগ্রহ করা যায়৷”
পত্রিকাটি আরো লিখেছে, ‘‘সেলেব্রাইটের মূল খদ্দের পশ্চিমা বিভিন্ন পুলিশ বাহিনী হলেও এটি অন্যত্রও এই ডিভাইস বিক্রি করে, যার মধ্যে এখনো পর্যন্ত অন্তত বাংলাদেশও রয়েছে৷”
সেলেব্রাইট-এর মুখপাত্র জো ওয়ালটন বাংলাদেশের সঙ্গে আর ব্যবসা না করার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন৷
এসএইচ-০৭/১৮/২১ (আরাফাতুল ইসলাম, ডয়চে ভেলে)