ইংলিশ শিখছেন রোনালদোর বান্ধবী

ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগেই ইংলিশ শেখা শুরু করেছিলেন তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।

বিভিন্ন মাধ্যমে গুঞ্জণ ইংল্যান্ডেই নিজের মডেলিং ক্যারিয়ার গড়ার চিন্তা করছেন তিনি। আর সন্তানদের জন্যও স্কুল খুঁজতে শুরু করেছেন সিআরসেভেন। তবে এখনো নিশ্চিত হয়নি কোথায় বাসা নিচ্ছেন রোনালদো।

আনুষ্ঠানিকতা বাকি থাকলেও ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ম্যানচেস্টার ইউনাইটেডের। আবারো ওল্ড ট্র্যাফোর্ড দেখবে সিআরসেভেন নৈপুণ্য। মেসিকে যখন ২১ বছরের সম্পর্ক ছেড়ে ঘর ছাড়তে হয়েছে, তখন নিজ ঘরে ফিরলেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

পেশাদার ক্যারিয়ারের শেষটা হয়তো হবে রেড ডেভিল জার্সিতে। ৩৬ বছর বয়সে চ্যালেঞ্জ নিয়েছেন বিশ্বের সেরা লিগে নিজেকে প্রমাণের। পরিবারও ফিরছে ইংল্যান্ডে। ৪ সন্তানের জনক রোনালদো এখন সম্পর্কে আছেন স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে।

সম্পর্কটা তাদের প্রায় পাঁচ বছরের। বিয়ে না করলেও তার সঙ্গেই লম্বা সময় সম্পর্কে আছেন এই মেগাস্টার। তাদের কোলজুড়ে এসেছে এক কন্যা সন্তান অ্যালানা। রোনালদোর বড় সন্তান রোনালদো জুনিয়র, আর জমজ দুই সন্তান ইভা এবং মাতেও। সন্তানদের ভবিষৎ চিন্তা করে এরইমধ্যে ম্যানচেস্টারে স্কুল খুঁজতে শুরু করেছে রোনালদোর পরিবার।

তবে চমকে দেওয়া খবর হলো- স্প্যানিশ বান্ধবী জর্জিনা রদ্রিগেজ নাকি আগে থেকেই ইংলিশ শিখতে শুরু করেছেন। তাহলে কি বান্ধবীর আবদারেই ইংল্যান্ডে ফিরলেন পর্তুগিজ তারকা। তবে যার পরামর্শেই ইপিএলে ফিরুক। তাকে ঘিরে উচ্ছ্বাসে কমতি নেই ওল্ড ট্র্যাফোর্ডজুড়ে।

তবে রোনালদো ইংল্যান্ডে ফিরলেও, তার মা থাকছেন মাদেইরাতে। এটা অনেকটাই নিশ্চিত। পরিবারের বাকি সদস্যদের নিয়ে ম্যানচেস্টারে আসছেন রোনালদো।

২০১৬ সালে জর্জিনার সঙ্গে পরিচয় রোনালদোর। সেসময় একটি দোকানের সহকারী হিসেবে কাজ করতেন তিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন প্রথম দেখায় ভালো লাগা থেকে তৈরি হয় সম্পর্ক। সেটাই এখনো ধরে রেখেছেন দু’জন।

স্প্যানিশ এই মডেল অবশ্য ইংলিশটা শিখছেন ঠিকঠাক। একই সঙ্গে শিখছেন নাচও। গুঞ্জন রয়েছে জর্জিনা তার মডেলিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ইংল্যান্ডে। তাই ইংলিশ শেখার কাজটা হাতে নিয়েছেন আগে থেকেই।

রোনালদোর মতো তার বান্ধবীও ফিটনেস সচেতন। নাচ শেখার পাশাপাশি জিমে বেশ সময় কাটান জর্জিনা। সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এখন রোনালদোর মতো তার পরিবারেরও ধ্যানজ্ঞান ম্যানচেস্টার ঘিরে। তাছাড়া বড় সন্তান রোনালদো জুনিয়রের জন্মস্থানও ইংল্যান্ড। তাই ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে নিজের সঙ্গে পরিবারও স্বস্তিতে থাকবে।

তবে ম্যানচেস্টারের কোথায় বাসা নিচ্ছেন তা এখনো নিশ্চিত হয়নি। মেডিকেলসহ আনুষ্ঠানিক চুক্তি পর্যন্ত হোটেলেই অবস্থান করবেন সিআর সেভেন। তবে ম্যান ইউনাইটেডে আসা নিশ্চিত হওয়ার পর থেকেই বাসা খুঁজা শুরু হয়েছে রোনালদোর। সব ঠিকঠাক হয়ে গেলে এটাও জানা যাবে।

এসএইচ-১৫/২৮/২১ (স্পোর্টস ডেস্ক)