মুখের সঙ্গে মানানসই নাকের নথ

নথ

ট্র্যাডিশনাল থেকে ক্যাজুয়াল, যেকোনো লুকসে নথ নারীদের অন্যতম পছন্দের গয়না। আদিকাল থেকেই নারীরা নানারকমের নথ পরতেন। বর্তমানেও নাকের নথ ফ্যাশনের একটি অংশ হয়ে উঠেছে। বিয়ে শাদিতে নাকের নথ ছাড়া যেন সাজই পুরা হয় না। তাছাড়া নিজের সৌন্দর্য বাড়াতে অনেকেই সবসময় নাকে নথ পরে থাকেন।

তবে নথ পরলেই হবে না। নিজের মুখের সঙ্গে কেমন নথ মানাবে সেদিকেও খেয়াল রাখা জরুরি। নইলে সৌন্দর্য বাড়ার বদলে কমে যাবে। তাই কেমন ধরনের হওয়া চাই আপনার নাকের নথখানি, রইল তারই কিছু ফ্যাশন টিপস-

>> যদি ভাবেন নাক ফুটো করবেন, তবে ছোটোখাটো কোনো নথ বেছে নিন। এসময় সোনার নথ পরাই ভালো। সদ্য নাক ফুটো করলে অন্য কোনো ধাতুর নথ না পরাই ভালো, তাতে ইনফেকশন হওয়ার ভয় থাকে। নাক ফুটো করার পর অন্তত কয়েক সপ্তাহ নাকে নথ পরে থাকা দরকার। এই সময়ের মধ্যে ফুটো শুকিয়ে যাবে।

>> নথের পছন্দ নিয়ে কথা উঠলে অনেকেরই পছন্দের তালিকায় থাকে সানিয়া মির্জার নোজ রিং বা দাবাং ছবিতে যে নোজ রিং পড়েছিলেন সোনাক্ষী সিনহা সেটি। আপনিও চাইলে নিজের জন্য এমন নথ বেছে নিতে পারেন। এটি গোলগাল মুখের জন্য বেশ মানানসই।

>> আধুনিকাদের কাছে বিডেড রিং রয়েছে পছন্দের তালিকায়। পোশাকের সঙ্গে রং-বেরঙের বিডেড রিং পরে নেয়া যায়। দেখায়ও স্টাইলিশ। চেহারা গোলগাল হলে, হাফ বিডেড রিং সেরা। তাতে চেহারা অনেকটা স্লিম দেখায়। সন্ধ্যাভ্রমণ বা অনুষ্ঠানে যাওয়ার জন্য যেকোনো পোশাকের সঙ্গে দিব্যি মানিয়ে যায়।

>> অন্যকিছু না পরতে চাইলে পরতে পারেন নোজ স্টাড। যেকোনো মুখের গড়নের সঙ্গে এই নাকের নথ ভালো মানিয়ে যায়।

>> বিশেষ দিনে, বিশেষ সাজগোজের সঙ্গে থাক হুপস। বেশি বড় ও টানা নাকের নথ দেয় ট্র্যাডিশনাল লুক। উৎসব বা বিয়ে, যেকোনো অনুষ্ঠানে ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে পরে ফেলতে পারবেন এই নাকের নথ।