মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত পৃথিবী। করোনা ঠেকাতে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দিচ্ছে জনস্বাস্থ্যবিদরা।
এর মধ্যে একটি টিকা ব্যবস্থা। আর একটি সামাজিক দুরত্ব বজায় রাখা।এ কারণে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন।
এরই মধ্যে ভিয়েতনামে কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙে করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার দায়ে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ২৮ বছর বয়সী লি ভ্যান ত্রি নামের ওই ব্যক্তি দোষী প্রমাণিত হওয়ায় এই শাস্তি দেয়া হয়েছে
আদালত জানিয়েছে, ভ্যান ত্রি নিয়ম ভেঙ্গে ওই প্রদেশে সফর করায় অনেক লোক আক্রান্ত হয়েছেন এবং এক ব্যক্তি মারাও গেছেন। বিবিসি জানাচ্ছে, ভ্যান ত্রি’র কারণে অন্তত আটজন করোনা আক্রান্ত হয়েছেন।
বিবিসি জানায়, গত জুলাই মাসে লি ভ্যান ত্রি ভিয়েতনামে করোনা ভাইরাসের হটস্পট হো চি মিন শহর থেকে তার নিজ প্রদেশ কা মাউতে সফর করেন। আর এ কারণে তার বিরুদ্ধে অন্য ব্যক্তিদের মধ্যে করোনার মত ভয়ানক সংক্রমণ রোগ দেয়ার অভিযোগ দেয়া হয়।
বিবিসি জানায়, ২১ দিনের কোয়ারেন্টিনের নিয়ম ভঙ্গ করেছেন লি ভ্যান ত্রি। তিনি যে সময় হো চি মিন শহর থেকে কা মাউ প্রদেশে যান সে সময় হো চি মিন শহরে করোনার প্রাদুর্ভাব অনেক বেশি ছিল।
তবে কা মাউ প্রদেশে করোনা প্রাদুর্ভাব ছিল অপেক্ষাকৃত কম। এদিকে ৭ জুলাই লি ভ্যান ত্রির দেহে করোনা শনাক্ত হয়।
এদিকে এখনো মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও ধরাশায়ী।
পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যু। কিন্তু স্বস্তির খবর কয়েকদিনে করোনায় মৃত্যু ও শনাক্ত নিম্নমুখী রয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃতের সংখ্যা কমেছে। এ সময় মারা গেছেন আরও ৬ হাজার ৬০৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ১৬৯ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪৫ লাখ ৮৮ হাজার ২১৩ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ৬১৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৮৫ লাখ ৪২ হাজার ৯৬ জন।
এসএইচ-১৮/০৭/২১ (অনলাইন ডেস্ক)