নেপালের বিধ্বস্ত বিমানে ৭২ আরোহীর মধ্যে ৫৩ জন নেপালি নাগরিক ও ১৫ জন বিদেশি নাগরিক ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ভারতের, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুইজন দক্ষিণ কোরিয়ার, একজন অস্ট্রেলিয়ার, একজন ফ্রান্সের ও একজন আর্জেন্টিনার নাগরিক।
রোববার এয়ালাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নেপালের কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর-৭২ প্লেন বিধ্বস্ত হয়।
সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া প্লেনটিতে মোট ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন।
নেপালের সিভিল এভিয়েশনের মুখপাত্র জগন্নাথ নিরাউলা জানান, ৭২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করেছিল বিমানটি। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
এদিকে কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, উদ্ধার কাজে অংশ নিয়েছেন দেশটির সেনা সদস্যরাও। প্রসঙ্গত, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ বলছে, প্লেনটি ১৫ বছরের পুরোনো ছিল।
এআর-০২/১৫/০১ (আন্তর্জাতিক ডেস্ক)