বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। আর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচন হচ্ছে এক মাত্র পথ, যার মাধ্যমে আমর গণতন্ত্রে পৌঁছাতে পারি।
রোববার বিকেলে ঠাকুরগাঁও বড় মাঠে জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ফুটবল, ক্রিকেট, ক্রিয়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনে ও সুসাশন প্রতিষ্ঠায় নির্বাচন একমাত্র পথ যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সেই লক্ষ্যে আমরা আরেকটি সংগ্রাম শুরু করি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা একটি ভয়ঙ্কর সময় পার হয়ে এসেছি। ১৫টি বছর আমাদের বুকের ওপর চেপে বসেছিল। এই পাথর সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়েছিল। ছাত্র-জনতা যে অভ্যুত্থান সংঘটিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিল; তা শুধু রাজনীতিতে নয় শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে কাজে লাগাতে হবে।
মির্জা ফখরুল বলেন, জনপ্রিয়তার সাথে সাথে ফুটবল খেলা নেমে গেছে। ফুটবল খেলা দেশে খেলা মানুষের খেলা। এই খেলাকে আবারও জাগ্রত করতে বিএনপি কাজ করছে। ফুটবলকে আবারও জাগ্রত করে তুলতে হবে। যে কাজটি করার কথা জেলা ক্রীড়া সংস্থার সে কাজটি বিএনপি করছে। সারা দেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে শুধু ফুটবলের নয়, এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছেন। জিয়াউর রহমান গণতন্ত্রতে মুক্ত করেছিলেন। যার অবদান অপরিসীম।
ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮ জেলা বিএনপির ফুটবল দল অংশ গ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দিনাজপুর ও পঞ্চগড় জেলা বিএনপি।
এআর-০২/১৬/০২ (জাতীয় ডেস্ক)