বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণে চেয়ারম্যান অ্যাওয়ার্ড পেলেন রেডিও পদ্মার হেড অব প্রোগ্রাম সোহান রেজা

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২০৪ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে চেয়ারম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক ও রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর হেড অব প্রোগ্রাম মোঃ সোহান রেজা। সেই সাথে অলরাউন্ড নৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ ডিজি আওয়ার্ড পেয়েছেন একই কলেজের পরিসংখ্যান বিষয়ের প্রভাষক মোহা. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২০ মে) টেলিযোগাযোগ স্টাফ কলেজের মিলনায়তনে চার মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স শেষে মেধা তালিকায় রেকর্ড সংখ্যক নম্বর পাওয়ায় সোহান রেজার হাতে চেয়ারম্যান অ্যাওয়ার্ড তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ জহিরুল হক।

টেলিযোগাযোগ স্টাফ কলেজের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোঃ জুলফিকার হায়দারসহ আরও অনেকে।

সোহান রেজার এই সাফল্যের জন্য রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর চীফ কো-অর্ডিনেটর ও স্টেশন ম্যানেজার অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

এআর-০১/২১/০৫ (নিজস্ব প্রতিবেদক)