রাজশাহীতে বিজনেস কেস সলভিং প্রতিযোগিতা ‘কেসকেশন সিজন-২’ এর নিবন্ধন শুরু হয়েছে। দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ৫১০ টাকা নিবন্ধন ফি দিয়ে এতে অংশগ্রহণ করতে পারবেন। নিবন্ধন চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের আয়োজনে ও নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। এরআগে ২০২১ সালে প্রথম আয়োজন করা হয় বিজনেস কেস সলভিং প্রতিযোগিতা।
আয়োজকরা জানান, প্রথম রাউন্ডটি অনলাইনে অনুষ্ঠিত হবে। পরবর্তী রাউন্ড ও গ্র্যান্ড ফিনালের সময়সূচি শিঘ্রই প্রকাশিত হবে। আয়োজনে প্রাইজমানি হিসেবে থাকছে ১ লাখ ৫০ হাজার টাকা। প্রতিযোগিতার বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের ফেসবুক পেজ ও ইভেন্ট থেকে জানা যাবে।
এআর-০১/৩০/০৭ (নিজস্ব প্রতিবেদক)