নির্বাচনী রোডম্যাপের খসড়া প্রস্তুত, চলতি সপ্তাহে প্রকাশ: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনী রোডম্যাপের খসড়া করা হয়েছে। ইসির অনুমোদনের পর চলতি সপ্তাহে এটা প্রকাশ করা হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এ তথ্য জানান।

তিনি বলেন, রোডম্যাপ বিষয়ে এই সপ্তাহে একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হয়েছিল। এটা সমন্বয় করা হচ্ছে। আন্ত অনুভাগ প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে রোডম্যাপের খসড়া করা হয়েছে। এটা এখন কমিশনে দিয়ে আমরা অনুমোদন করবো। এরপর এই সপ্তাহের ভেতরে রোডম্যাপ দিতে পারবো।

এদিন নির্বাচন ভবনে মাঠ কর্মকর্তাদের সমন্বয় নিয়ে বৈঠক করেছে ইসি সচিবালয়। এরই মধ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেন ইসি সচিব।

ভোট প্রস্তুতির এ মুহূর্তে আইনশৃঙ্খলার বিষয়টি নিয়ে উদ্বেগের কারণ নেই বলে মন্তব্য করে আখতার আহমেদ বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা তো আরও পরের ব্যাপার। আমাদের কনসার্ন হওয়ার এই মুহূর্তে কোনো কারণ আছে? আমরা আমাদের জিনিসটা গুছিয়ে নিচ্ছি। যে যার জায়গাটাকে গুছিয়ে নিলেই তো হয়ে যাবে। নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে আমরা এই মুহূর্তে জড়িত।

তিনি জানান, মাঠপ্রশাসনে যারা আছেন, তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন। আইনশৃঙ্খলার সঙ্গে যারা আছেন, তারাও রেসপেক্টিভ এরিয়াতে করছেন। আমাদের ভেতরে একটা যোগাযোগ তো আছেই। এটা নিয়ে এই মুহূর্তে আমার কোনো উদ্বেগ প্রকাশ করার কোনো যুক্তিসংগত কারণ নেই।

ইসি সচিব বলেন, মাঠপ্রশাসনে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় ও তাদের কার্যপরিধি এবং ফোকাল পারসন নির্ধারণের ব্যাপার রয়েছে। এসব বিষয়ে পরিপত্র-নির্দেশনা ইত্যাদি বিষয় সম্পর্কিত কাগজপত্র তৈরি করা নিয়ে একটা মিটিং চলছে। আমরা কো-অর্ডিনেট করার চেষ্টা করছি, যেন আমরা সময়মতো কাজগুলোকে গুছিয়ে রাখতে পারি।

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস বিষয়ে তিনি বলেন, সীমানা নির্ধারণের ক্ষেত্রে আপত্তিগুলোর শুনানি ২৪ আগস্ট থেকে শুরু করব। একটানা চারদিন শুনানি শেষে এটাকে চূড়ান্ত করব।

 
এআর-০১/১৮/০৮ (জাতীয় ডেস্ক)