জার্মান প্রবাসীরা চান সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। দেশের মতো জার্মানি প্রবাসী বাংলাদেশিদেরও এখন আলোচনার মুখ্য বিষয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন।

বাংলাদেশের এ নির্বাচনকে সামনে রেখে জার্মানি প্রবাসী বাংলাদেশিরা তাদের নানা প্রত্যাশার কথা বলেছেন। সবার একটাই দাবী অবাধ, সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা হোক।

জার্মান গ্রিন পার্টির সিনিয়র নেতা এবং জার্মান পার্লামেন্টের সদস্য প্রার্থী শাহাবুদ্দিন মিয়া দাবী করেছেন দলীয় প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচনের। কমিউনিটি ব্যাক্তি ড. আমানুল্লাহ জনগনের ভোটে নির্বাচিত সরকারকে জনগনের জন্য কাজ করতে আহ্বান জানান।

জার্মানি প্রবাসী ব্যবসায়িদেরও দাবী সুস্থ নির্বাচন এবং পরবর্তী সরকারের কাছে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান তাঁরা।

একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত হোক এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দ্বন্দ্ব সংঘাত এবং হানাহানিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক এমটাই প্রত্যাশা জার্মানি প্রবাসী বাংলাদেশিদের।

এসএইচ-০৫/২৭/১৮ (প্রবাস ডেস্ক)