ভিসার মেয়াদ শেষ হওয়া নাগরিকদের জরিমানা কমালো ভারত

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে অবস্থানরত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মুসলিম নাগরিকদের জরিমানা কমালো দেশটি।

এখন থেকে অন্যান্য ধর্মের নাগরিকদের মতোই সমান জরিমানা গুনতে হবে তাদেরও। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার তৌফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ফোনের মাধ্যমে জানান, ‘আমাকে মার্চ মাসের প্রথম দিকে বাংলাদেশে যে ভারতীয় হাইকমিশনার আছেন রীভা গাঙ্গুলী উনি আমাকে জানালেন অতিরিক্ত সময় অবস্থান করার জন্য যে জরিমানা ইন্ডিয়ান সরকার কমিয়ে দিয়েছে।

কিন্তু আসলে কোন তারিখ থেকে কার্যকর হয়েছে সেটা আমি এখনো জানতে পারিনি। আগে যে জরিমানার পরিমাণ বেশি ছিলো সেটা এখন আর নেই।’

তিনি আরো জানান, ‘এখন নতুন পরিমাণ যেটা করেছে সবার জন্য। অতিরিক্ত অবস্থান যদি ১৫ দিন পর্যন্ত হয় তাহলে ৫০০ রুপি। ১৫ দিন থেকে ৯০ দিন পর্যন্ত ৫০০০ রুপি। ৯০ দিন থেকে দু’বছর পর্যন্ত ১০ হাজার রুপি।

আর দুই বছরের বেশি অবস্থান করলে ১৫ হাজার রুপি। সেক্ষেত্রে নতুন তারিখটা বলা যায় মার্চ থেকে কার্যকর হয়েছে।’

এসএইচ-০৫/১৮/২০ (প্রবাস ডেস্ক)