মালদ্বীপে বাংলাদেশি কর্মী নিয়োগের নিষেধাজ্ঞা বাড়লো এক বছর

দেশটির অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক বছরের নিষেধাজ্ঞার সময়সীমা আগামী ১৮ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত পাঁচ হাজার ৪৯ জন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

দ্য এডিশন জানিয়েছে, ২০১৯ সালে যে কোনো দেশের জন্য মালদ্বীপে দেড় লাখ অভিবাসীর কোটা নির্দিষ্ট করেছিলেন অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ফায়াজ ইসমাইল।

বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ইতোমধ্যে ওই কোটা ছাড়িয়ে যাওয়ায় বাংলাদেশ ছাড়া অন্য দেশ থেকে কর্মী নিতে পারবে মালদ্বীপ। তবে এ নিষেধাজ্ঞা পেশাদার কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

মালদ্বীপে ওয়ার্কিং ভিসার আওতায় যাওয়া ৬৩ হাজার অভিবাসী বর্তমানে অবৈধভাবে অবস্থান করছেন।

এসএইচ-০৬/২৪/২০ (প্রবাস ডেস্ক)