ইউএস পেসিডেন্টশিয়াল ইলেকশন অ্যাওয়ার্ড পেলেন পাঁচ সাংবাদিক

যুক্তরাষ্ট্রে কর্মরত পাঁচ সাংবাদিককে তাদের কাজের স্বীকৃতি হিসেবে ইউএস প্রেসিডেন্টশিয়াল ইলেকশন অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। পুরস্কার পাওয়া সাংবাদিকরা হলেন সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান, দৈনিক প্রথম আলোর নিউইয়র্কের ব্যুরো প্রধান ইব্রাহীম চৌধুরী, একাত্তর টিভি ও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি শামীম আল আমিন, সময় টেলিভিশন ও যুগান্তরের বিশেষ প্রতিনিধি হাসানুজ্জামান সাকি এবং আওয়াজ বিডির সম্পাদক শাহ জে আহমেদ।

করোনা মহামারীর মধ্যে যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনটা ছিল নানা কারণে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ঘিরে চ্যালেঞ্জও ছিল বহুমুখী।

বৈরি পরিস্থিতিতে নির্বাচনের সংবাদ সংগ্রহ ও প্রচারের ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব দেখানোর জন্য প্রবাসের খ্যাতিমান এই পাঁচ সাংবাদিককে পুরস্কার দিয়েছে নিউইয়র্কের জনপ্রিয় রেডিও চ্যানেল এফএম সেভেন এইট সিক্স। করোনা মহামারীর কারণে আয়োজনটি করা হয় অনলাইনে।

সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার এবং ভারতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার ফরিদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেডিও চ্যানেল এফএম সেভেন এইট সিক্স এর পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ।

এসএইচ-০৯/১৭/২০ (প্রবাস ডেস্ক)