কানাডায় সক্রিয় প্রতারক চক্র, বাংলাদেশিদের সতর্কতার পরামর্শ

বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার পরিচয় দিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের তৎপরতা সম্পর্কে সতর্ক করে দিলেন বিশেষজ্ঞরা। তারা কানাডায় বসবাসরত বাংলাদেশিদের সরকারি সংস্থার নাম করে চাইলেই টেলিফোনে কাউকে ব্যক্তিগত তথ্য বা অর্থ না দেয়ার পরামর্শ দিয়েছেন।

তারা বলেছেন, কানাডার সরকারি কোনো সংস্থা টেলিফোনে ব্যক্তিগত তথ্য চায় না বা অর্থ পরিশোধ করতে বলে না।

তারা সরাসরি চিঠি পাঠিয়ে নাগরিকদের সাথে যোগযোগ করে।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে টরন্টো থেকে সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভ’ অনুষ্ঠানে এই মতামত দেন।

স্থানীয় সময় গত বুধবার রাতে প্রচারিত এই অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ফাইনান্সিয়াল ক্রাইম,সাইবার ফ্রড এবং ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ খালেদ শোয়েব, আইনজীবী ব্যারিষ্টার জয়ন্ত সিনহা এবং সাংবাদিক কিশোয়ার লায়লা।

এসএইচ-০৫/২৬/২০ (প্রবাস ডেস্ক)