করোনায় ৩০০ বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত

কুয়েত সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশি ব্যবসায়ীদের অধ্যুষিত সুক-আল-ওয়াতানিয়া মার্কেট। এ মার্কেটে প্রায় ৩ শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন। যারা মোবাইল, গার্মেন্টস, রেস্টুরেন্ট, টেইলারিং, কার্গোসহ বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। তবে করোনায় ব্যবসায় মন্দাভাব এখনো কাটিয়ে উঠতে পারেননি তারা। লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

কুয়েত সিটির সুক আল ওয়াতানিয়া মার্কেট। এটি বাংলাদেশিদের কেনাকাটার প্রাণকেন্দ্র। ছুটির দিনে বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হতো মার্কেটটি।

কিন্তু করোনা বদলে দিয়েছে সবকিছু। মহামারির কারণে মার্কেটটিতে বেচাকেনা আগের মতো। ফলে ক্রেতাশূন্য বাজারটিতে লোকসান গুনছেন ব্যবসায়ীরা। একদিকে দোকান ভাড়া পরিশোধ, অন্যদিকে কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।

আবদুল কাদের নামে এক প্রবাসী বাংলাদেশি জানান, করোনার কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য অনেক ক্ষতি হয়েছে। যারা ছোট পুঁজি নিয়ে ব্যবসা করতেন, তারা টিকে থাকা এখন কষ্টের।

তবে করোনা সংকট কেটে গিয়ে খুব শিগগিরই মার্কেটটিতে প্রাণ ফিরবে এমনটাই আশা ব্যবসায়ীদের।

মো. হালিম নামে এক মোবাইল ব্যবসায়ী জানান, গত ১০ মাস থেকে ব্যবসার অবস্থা খুবই খারাপ। বেচাবিক্রি একদম নেই।

সুক-আল-ওয়াতানিয়া মার্কেটে তিন শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন। তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন অনেক প্রবাসী বাংলাদেশির।

এসএইচ-০৭/২৩/২১ (প্রবাস ডেস্ক)