মরুভূমিতে বাংলাদেশিদের সবজি চাষ

কাতারের রাজধানী দোহা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে আল ওকির মরুভূমির মধ্যে সবুজের সমারোহ। চার প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা গড়ে তুলছেন কৃষি খামার। সবজি চাষের পাশাপাশি মুরগি পালন, পুকুর বানিয়ে মাছের চাষও করছেন তারা।

২০ জনের মতো প্রবাসী বাংলাদেশি শ্রমিক কাজ করেন এ খামারে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের কাজে ব্যস্ত থাকেন তারা। করলা, ঝিঙা, চিচিঙ্গা, লাউ, শিমসহ নানা ধরনের শাকসবজি চাষ করেন এখানে।

কয়েকজন জানান, এখানে দেশি শাকসবজি উৎপাদন করছি। করলা লাউ, শিমসহ শীতকালীন সবজি ভালো উৎপাদন হচ্ছে।

প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা মনিরুল ইসলাম বলেন, তিন বছর আগে কাতারি নাগরিকের কাছ থেকে ভাড়া নিই। জমিতে সবজির পাশাপাশি ঘাসের উৎপাদনও করছি।

সৌদি জোটের অবরোধের আগে আমদানিনির্ভর কাতারে গড়ে ওঠে কৃষি খামারসহ বিভিন্ন উৎপাদনযোগ্য প্রতিষ্ঠান। বর্তমানে কাতারের সবজি চাহিদা মিটিয়ে রফতানিতে মনোযোগী দেশটির সরকার।

এসএইচ-০৯/১১/২১ (প্রবাস ডেস্ক)