কাতার প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

কাতারে কর্মরত অভিবাসীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্যবিমা। কাতারে অভিবাসীদের নতুন আকামা বা আইডি ইস্যু এবং পুরনো আকামা বা আইডি রিনিউ করতেও লাগবে স্বাস্থ্যবিমা। একই আইন মানতে হবে পর্যটক ভিসায় যারা কাতার আসবেন তাদেরও।

স্বাস্থ্যবীমা থাকলে চিকিৎসার প্রয়োজন হলে অভিবাসী ও পর্যটকরা পাবেন বিনামূল্যে চিকিৎসাসেবা। অসুস্থ অভিবাসীর চিকিৎসার ব্যয় বহন করে ইন্স্যুরেন্সে কোম্পানি।

সম্প্রতি এ আইনটি কার্যকরে আলোচনা করেছে কাতারের শুরা কাউন্সিল। এদিকে আইনটি কার্যকর হলে প্রত্যেক প্রবাসী বাংলাদেশির হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্যবিমা করা থাকলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন বলে মনে করেন প্রবাসীরা।

কাতার প্রবাসী ব্যবসায়ী হাসান মাবুদ বলেন, কাতার সরকারের নতুন নিয়মে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভালো হবে। প্রত্যেক প্রবাসী বাংলাদেশিদের উচিত আইনটি কার্যকর হলে স্বাস্থ্যবিমা করে নেওয়া।

কাতার প্রবাসী দিলীপ কুমার ছোটন বলেন, স্বাস্থ্যবিমা থাকলে প্রবাসী বাংলাদেশিরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। যেহেতু কাতার সরকার আইনটি করতে যাচ্ছে-সেটা আমাদের মেনে চলতে হবে।

এসএইচ-১৭/১৭/২১ (প্রবাস ডেস্ক)