বাংলাদেশের সবজি চাষ হচ্ছে দক্ষিণ আফ্রিকায়

দক্ষিণ আফ্রিকায় কৃষি বিপ্লব ঘটিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। ব্যক্তি উদ্যোগে জমি কিনে ও লিজ নিয়ে গড়ে উঠছে অসংখ্য কৃষি খামার। ব্যক্তি সফলতায় উদ্বুদ্ধ হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। হাতের নাগালে দেশীয় সবজি পেয়ে খুশি দেশটিতে বসবাসরত সাধারণ প্রবাসীরা।

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের হাত ধরে শুরু হয়েছে কৃষি বিপ্লব। দেশটির গ্রামগুলোতে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠছে বাংলাদেশি শাকসবজির ছোট বড় অসংখ্য ফার্ম/বাগান।

মাটির অনন্য গুণাগুণে কম সময়ে স্বল্প খরচে দেশীয় সবজি বাগানের সফলতা অন্যদিকে উৎপাদিত কৃষিপণ্য ইউরোপের দেশগুলোতে রফতানি করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারা।

বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আমজাদ হোসেন চয়ন বলেন, এখানে লাল শাক পুইশাক সব ধরনের সবজি হয়। মাটির গুণাগুণ ভালো। মূলত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিক্রি করে ইউরোপের রপ্তানি করা হয়।

সরাসরি কৃষি খেত থেকে টাটকা শাকসবজি সংগ্রহে ছুটির দিনে ফার্মগুলোতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি।

এসএইচ-২০/২৬/২১ (প্রবাস ডেস্ক)