মরুভূমির বুকে কৃষি খামার গড়েছেন বাংলাদেশি কৃষি উদ্যোক্তারা

সৌদি আরবের মরুভূমির মাটিতে কৃষি খামার গড়ে তুলে সবজি ফলাচ্ছেন বাংলাদেশি কৃষি উদ্যোক্তারা। বাংলাদেশিদের সবজি চাষের এলাকাগুলো যেন পরিণত হয়েছে এক একটি মিনি বাংলাদেশে। এ ছাড়া প্রবাসী কৃষি উদ্যোক্তাদের হাত ধরেই দেশ উপার্জন করছে বিপুল বৈদেশিক মুদ্রা।

সৌদি আরবে মরুর ধূসর বুকে গড়ে উঠেছে একেকটি শহর, নগর। পাশাপাশি মরুভূমির ধুলোর সাগরের মাঝে উঁকি দিচ্ছে কৃষি খামার।

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দক্ষিণে আবহা অঞ্চলের বিরান মরুভূমির মাঝে একটি কৃষিখামার, আরবি ভাষায় বলা হয় মাজরা। চারদিকে ধু-ধু মরুভূমির মধ্যে এই খামারে পানি সেচ করা হয় গভীর নলকূপ থেকে জেনারেটরের সাহায্যে।

খামারগুলোতে চাষ হচ্ছে করলা, ঝিঙে, চিচিঙ্গা, লাউ, চাল কুমড়া, মিষ্টিকুমড়া, শিমসহ নানা দেশি সবজি। উদ্যোক্তারা জানান, এসব কৃষি খামারে কাজ করছেন বহু প্রবাসী বাংলাদেশি।

কৃষি খামারে উৎপাদিত শাকসবজি স্থানীয় শহরে নিয়ে পাইকারি বিক্রি করা হয়। এ সব পাইকারি ব্যবসায়ীদের মধ্যেও আবার অনেকে রয়েছেন বাংলাদেশি।

নতুন কৃষি খামারে বিনিয়োগের মাধ্যমে আরো অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ-১১/৩০/২১ (প্রবাস ডেস্ক)