দুবাইয়ে আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নিঃস্ব প্রবাসীরা

করোনার ধকল কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতে ফের বাংলাদেশি ব্যবসায়ীরা নিজেদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ে বিনিয়োগ শুরু করেছেন।
দুবাইয়ে আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নিঃস্ব প্রবাসীরা

বেশিরভাগ ব্যবসায়ী রেস্টুরেন্ট ও সুপার মার্কেটে বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বিগত দুবছর করোনার কারণে ভাগ্যের সাথে লড়াই করে নিঃস্ব প্রবাসীরা আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।

নিজেদের নতুন রূপে ফিরে পাওয়ার লক্ষ্যে বিনিয়োগ করছেন অল্প অল্প করে। তেমনি এক প্রবাসী বাংলাদেশি দেরা দুবাইয়ের হরল্যান্স এলাকায় প্রতিষ্ঠা করেছেন ‘সিদ্দিক আল আইলাত’ নামে একটি প্রতিষ্ঠান। যেখানে প্রায় ৩০ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

প্রতিষ্ঠানের মালিক সাইফুল আলম জানান, রেস্টুরেন্ট ও সুপার মার্কেট ব্যবসায় বাংলাদেশিরা সফল, ইতোমধ্যে তা প্রমাণিত হয়েছে। এখানে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের পাশাপাশি দেশীয় শাকসবজি, মাছ-মাংস ও কাঁচামাল আমদানি করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করছেন প্রবাসী ব্যবসায়ীরা।

প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন স্থানীয় স্পন্সর মোহাম্মদ জসিম। এ সময় প্রচুরসংখ্যক প্রবাসীর উপস্থিতি দেখা যায় সেখানে।

এসএইচ-০৪/১২/২১ (প্রবাস ডেস্ক)