আমের সেন্টার পরিচালনায় প্রবাসী বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো সরকারি প্রতিষ্ঠান আমের সেন্টার পরিচালনা করবেন প্রবাসী বাংলাদেশিরা। এর মাধ্যমে সরকারি অনেক সেবা মিলবে সহজেই। এতে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসীরা।

সংযুক্ত আরব আমিরাতে ইমিগ্রেশন, কোম্পানি লাইসেন্স, মিউনিসিপ্যালিটি, পানি, বিদ্যুৎ এবং আদালতের কার্যক্রম পরিচালনা করতে প্রথমবারের মতো ‘আমের’ সেন্টার স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সরকার পরিচালিত এই প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন হিসেবে দেওয়ার নজির খুবই কম। বাংলাদেশিদের হাতে এ প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব আসায় খুশি প্রবাসীরা।

বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসাইন বলেন, ভিসা সংক্রান্ত ও আইডি কার্ড সংক্রান্ত যাবতীয় সেবা এ সেন্টারে পাওয়া যাবে।

আমের সেন্টারের সিও কামাল হোসেন সুমন বলেন, আমরা শতভাগ সেবা দেওয়ার চেষ্টা করবো। এটি বাংলাদেশেরই সেমি-গভর্নমেন্ট প্রতিষ্ঠান।

দুবাইয়ের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত এ আমের সেন্টারটি ৩ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির সেবা দিতে পারবে বলে জানায় কর্তৃপক্ষ।

এই আমের সেন্টারে বাংলাদেশিরা তাদের প্রয়োজনীয় কাজ সহজভাবে করতে ভাষাগত দিক দিয়ে সার্বিক সহযোগিতা পাবেন। পাশাপাশি দুবাইতে অবস্থানরত অন্য দেশের নাগরিকরাও সেবা পাবেন।

এসএইচ-২২/২৬/২১ (প্রবাস ডেস্ক)