প্রবাসীদের জন্য নতুন সুবিধা

প্রবাসীদের সেবার মান বাড়াতে নতুন বছরের শুরুতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন ইতালির মিলান কনস্যুলেট জেনারেল।

মিলান শহর থেকে ৪০০’ কিলোমিটার দূরের মনফালকন শহরে দুই দিনে এক হাজারেরও বেশি প্রবাসীকে দেওয়া হয় পাসপোর্ট সংক্রান্ত সেবা।

একই সঙ্গে মেয়রের সঙ্গে দ্বিপাক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

মিলান থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মনফালকন শহরে ভ্রাম্যমাণ কর্মসূচির আয়োজন করা হয়। দুদিনের কর্মসূচিতে এক হাজারে বেশি প্রবাসী পান পাসপোর্ট সংক্রান্ত নানা সেবা।

ভ্রাম্যমাণ কর্মসূচির পাশাপাশি শহরটিতে মেয়র আন্না মারিয়া সিজিন্টের সঙ্গে বৈঠক করেন কনসাল জেনারেল এম. জে. এইচ জাবেদ। বৈঠকে প্রবাসীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশি নারীদের ইতালিয়ান ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়।

মেয়র আন্না মারিয়া সিজিন্ট বলেন, আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। মনফালকনে শহরে অনেক বাংলাদেশি প্রবাসীর বসবাস। তারা যাতে ইতালিয় ভাষা ও সিভিক এডুকেশন গ্রহণ করে লাভবান হতে পারে তার জন্য প্রস্তাব করেছি।

ইতালির মনফালকন শহর ও আশপাশের এলাকায় প্রায় দশ হাজার প্রবাসী বাংলাদেশির বসবাস। উত্তর ইতালির বিভিন্ন শহরে বসবাস করেন আরো লক্ষাধিক প্রবাসী। মিলান কনসালজেনারেলের ভ্রাম্যমাণ সেবায় খুশি তারা।

এসএইচ-০৩/০৪/২২ (প্রবাস ডেস্ক)