আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা

আবারও জমে উঠতে শুরু করেছে কুয়েতের সুলাইবিয়া আল ফুরদা সবজি মার্কেট। লোকসান কাটিয়ে চাঙ্গা হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলো। করোনাকালীন ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।

সুদীর্ঘ ২২ মাস পর বিভিন্ন বিধিনিষেধ তুলে নেয়ায় কুয়েতের বিভিন্ন অঞ্চলের সুপার মার্কেটগুলোর পাশাপাশি জমে উঠতে শুরু করেছে সুলাইবিয়া আল ফুরদা সবজি মার্কেটও।

বেচাকেনা বেড়েছে বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলোতেও। এতে, করোনাকালীন লোকশান কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা।

বিক্রেতারা মনে করেন, সম্প্রতি বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হওয়ায় নিজ নিজ কর্মস্থল বা ব্যবসা প্রতিষ্ঠানে ফিরেছেন প্রবাসীরা। এতে, প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে মার্কেটটিতে।

কুয়েতে ইতিমধ্যেই শতভাগ প্রবাসীসহ করোনা টিকার আওতায় এসেছেন অধিকাংশ স্থানীয় নাগরিক। করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে বিশ্বব্যাপী আবারও করোনা পরিস্থিতির অবনতি হলেও, এখন পর্যন্ত এর আঁচ লাগেনি কুয়েতে।

এসএইচ-১০/০৪/২২ (প্রবাস ডেস্ক)