ভোর ৫:৪৭
বৃহস্পতিবার
১৬ ই মে ২০২৪ ইংরেজি
১ লা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
৮ ই জ্বিলকদ ১৪৪৫ হিজরী
spot_img

মির্জা আব্বাসের মনোনয়নপত্র যাচাইয়ের নির্দেশ

ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র যাচাইয়ের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মির্জা আব্বাসের মনোনয়নপত্র যাচাই করতে হবে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

মির্জা আব্বাসের অভিযোগ, গত ২৮ নভেম্বর ঢাকা-৯ আসন থেকে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তার সমর্থকদের অভিযোগ, মির্জা আব্বাসের ছবি দেখেই শেষ দিনে মনোনয়নপত্র জমা নিতে গড়িমসি করেন রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তারা। তবে নির্বাচন কর্মকর্তাদের দাবি, সময় শেষ হওয়ার পর মনোনয়নপত্র জমা দিতে আসায় তা জমা নেওয়া সম্ভব হয়নি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নির্বাচনী কর্মকর্তারা। তারা বলেন, যারা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৫টার মধ্যে অফিস কম্পাউন্ডে ছিলেন, তাদেরগুলো নেওয়া হয়েছে। মির্জা আব্বাসের মনোনয়নপত্র নিয়ে তার সমর্থকরা সময় শেষ হওয়ার পর আসায় তা নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা আব্বাস।

বিএ-১২/০৪-১২ (ন্যাশনাল ডেস্ক)

নতুন বছরে পাঁচ নায়িকা নিয়ে শাকিব

নতুন বছরে পাঁচ

শুরু হচ্ছে নতুন বছর। ভালো-মন্দের ভেলায় চড়ে শেষ হতে যাচ্ছে ২০১৮ সাল। সেখানে প্রাপ্তি আছে, বিয়োগও আছে। ঢালিউডের জন্যও বছরটি ছিলো অনেক প্রাপ্তির। সুপারস্টার শাকিব খানের ঝুলিতেও রয়েছে ব্যবসা সফল কিছু ছবির নাম।

সেই অনুপ্রেরণায় নতুন উদ্যমে শুরু হবে তার নতুন বছর। আর নতুন বছরে তার সাফল্যের মুকুটে যোগ হতে পারে আরও তিনটি ছবির নাম। সেগুলো হলো ‘নোলক’, ‘একটু প্রেম দরকার’ ও ‘শাহেনশাহ’। এই তিন ছবিতে শাকিবের নায়িকা পাঁচজন।

‘নোলক’ ছবিতে দেখা যাবে ববিকে। শাহীন সুমন পরিচালিত ‘একটু প্রেম দরকার’ ছবিতে শাকিবের নায়িকা শবনম বুবলী ও নবাগতা মৃদুলা। ‘শাহেনশাহ’ ছবিতে দেশসেরা এই নায়কের বিপরীতে হাজির হবেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত নামের এক নবাগতা।

এরমধ্যে ‘নোলক’ ছবিটি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে ফেব্রুয়ারিতে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে এমনটাই নিশ্চিত হওয়া গেছে। ছবিটির শুটিং শেষ হয়েছে অনেক আগেই। সম্পাদনার টেবিলে প্রস্তুতি চলছে সেন্সর বোর্ডের মুখোমুখি হওয়ার।

‘নোলক’ ছবিটি প্রযোজনা করছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট, যার কর্ণধার সাকিব সনেট। ফেরারী ফরহাদের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন রাশেদ রাহা। ছবিতে শাকিবের নায়িকা ববি ছাড়া আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, শহিদুল আলম সাচ্চু রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত।

অন্যদিকে বেশ ঘটা করে শুরু হয়েছিলো ‘একটু প্রেম দরকার’ ছবির শুটিং। শাপলা মিডিয়ার প্রযোজিত এই ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর শাহীন সুমনের পরিচালনায় অভিনয় করছেন শাকিব। ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। আগামী বছরের মাঝামাঝিতেই হলে আসবে ‘একটু প্রেম দরকার’।

বছরের প্রায় শেষদিকে ঘোষিত হয় ‘শাহেনশাহ’ ছবির নাম। এতে নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাতের পাশাপাশি শাকিবের সঙ্গে দেখা যাবে মিশা সওদাগরকেও। রনি পরিচালিত এই ছবির প্রযোজক শাপলা মিডিয়ার সেলিম খান।

প্রযোজনা সূত্রে জানা গেছে, শাকিব খানের ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তি পাবে আগামী বছরের শুরুর দিকে।

এদিকে সম্প্রতি শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছেন ‘বীর’ নামের একটি ছবিতে। এখানে প্রয়াত নায়ক মান্নার স্টাইলে প্রতিবাদী চরিত্রের শাকিবকে হাজির করবেন নির্মাতা কাজী হায়াৎ। এই ছবিতে শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে নন্দিত অভিনেত্রী জয়া আহসানকে।

আরএম-১৮/০৪/১২ (বিনোদন ডেস্ক)

বরের বয়স ১০, কনের ৮

বাল্যবিবাহ নিষিদ্ধ। কিন্তু তারপরেও বেশ ধুমধাম করেই ৮ বছরের পাত্রীর সঙ্গে বিয়ে হয়ে গেল ১০ বছরের পাত্রের। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই তা রীতিমত ভাইরাল হয়ে গেছে। তবে এ নিয়ে বিতর্কের ঝড়ও উঠেছে।

পৃথিবীর অনেক দেশের মতোই বাল্যবিবাহ আইনসিদ্ধ নয় রোমানিয়াতেও। কিন্তু তাতে আটকায়নি এই বিয়ে। এক ঘর অতিথির সামনেই হয়েছে এই বিয়ে।

একটি ভিডিওতে দেখা গেছে, গাউন পরিহিত একদল নারী এক ক্ষুদে কনেকে বিয়ের জন্য তৈরি করছেন। তাকে সুন্দর করে মেকআপ করিয়ে দেয়া হচ্ছে।

রোমানিয়াসহ অধিকাংশ দেশেই বাল্যবিবাহ বেআইনি। জিপ্সি কমিউনিটিতেও বাল্যবিবাহের জন্য হাজতবাস অনিবার্য। কিন্তু তা সত্ত্বেও রোমানিয়া সরকার বা জিপ্সি কমিউনিটি কেউই এই বিয়ে নিয়ে কোন মন্তব্য করেনি।

তবে এর সপক্ষে যুক্তি দিয়েছেন ডন ভকিন নামের এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, জিপ্সি কমিউনিটিতে এই বিয়ের মানে হচ্ছে একে অপরকে পছন্দ করে রাখা। প্রাপ্তবয়স্ক হলেই আবারও বিয়ে হবে তাদের।

এসএইচ-১৯/০৪/১২ (অনলাইন ডেস্ক)

শিশু রায়ান ইউটিউবে আয় করেছে ১৭৬ কোটি টাকা

নাম রায়ান। বয়স সাত বছর। এই বয়সের একটা বাচ্চা যাবে স্কুলে। খেলা করবে বন্ধুদের সঙ্গে। এটাই তো স্বাভাবিক। কিন্তু রায়ানের এসব বৈশিষ্টের বাইরেও রয়েছে আরও একটা গুণ। কেননা এই বয়সেই সে স্বাবলম্বী। শুধু স্বাবলম্বী নয় ইউটিউবে তার বানানো ভিডিও প্রকাশ করে সে আয় করেছে ১৭৬ কোটি টাকা!

সাত বছরের এই শিশুর ইউটিউব চ্যানেলটির নাম ‘রায়ান টয়’স রিভিউ।’ ইউটিউবে খেলনা দেখিয়ে রায়ান সবচেয়ে বেশি আয় করা তারকায় পরিণত হতে চলেছে। ফোর্বস ম্যাগাজিন ধারণা করছে, আগামী জুন মাসের মধ্যে রায়ানের চ্যানেলটি বর্তমানের সেরা ইউটিউব তারকা জ্যাক পলকে টপকে যাবে

রায়ানের মা-বাবা ২০১৫ সালে ‘রায়ান টয়’স রিভিউ’ নামের ওই ইউটিউব চ্যানেলটি তৈরি করে। আস্তে আস্তে জনপ্রিয় হতে থাকে ওই চ্যানেলটি। এই চ্যানেলের ভিডিওগুলো এ পর্যন্ত ২ হাজার ৬০০ কোটিবার দেখা হয়েছে । ফলোয়ার রয়েছে ১ কোটি ৭৩ লাখ। আয়কর বা এজেন্টদের ফি ছাড়া রায়ানের আয় গতবছরের তুলনায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন>> পরকীয়া প্রেমিককে ধরে আগুনে পুড়িয়ে হত্যা করল গ্রামবাসী

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি চ্যানেল রায়ানের কাছে জানতে চেয়েছিল, শিশুরা কেন তার ভিডিওগুলো দেখতে পছন্দ করে? রায়ানের উত্তর, ‘কারণ আমি মজা করতে পারি।’

ফোর্বস ম্যাগাজিন বলছে, ভিডিও শুরুর আগে যে বিজ্ঞাপন দেখানো হয়, তা থেকেই ২১ মিলিয়ন ডলার বা ১৬৬ কোটি টাকা আয় করেছে রায়ান। এই ভিডিওতে যেসব খেলনার বর্ণনা তুলে ধরা হয়, সেসব খেলনা খুব দ্রুত বিক্রি হয়ে যায়।

গত অাগস্ট মাস থেকে ‘রায়ানস ওয়ার্ল্ড’ নামে খেলনা আর পোশাকের বেশ কিছু আইটেম বিক্রি করতে শুরু করে খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। এখানে একটি ভিডিও দেখানো হয় রায়ান ও তার মা-বাবা নিজেদের খেলনা খুঁজছে, যে ভিডিওটি ইউটিউবে গত তিনমাসের মধ্যে প্রায় দেড়কোটি বার দেখা হয়েছে।

ওয়ালমার্ট থেকে পাওয়া লভ্যাংশ সামনের বছর রায়ানের আয়ে যোগ হবে বলে জানিয়েছে ফোর্বস। শিশু হওয়ার কারণে রায়ানের মোট আয়ের ১৫ শতাংশ একটি ব্যাংক একাউন্টে জমা করে রাখা হচ্ছে। যখন সে প্রাপ্তবয়স্ক হবে, তখন এই টাকা তুলতে পারবে।

ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয় মুখগুলোর একটি হওয়া সত্ত্বেও রায়ানের পরিচয় নিয়ে রয়েছে ব্যাপক রহস্য। তার নামের শেষাংশ কী কিংবা সে কোথায় থাকে এটা কেউ জানে না। রায়ানের মা-বাবা মাত্র অল্প কয়েকবার গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন।

একটি সাক্ষাৎকারে রায়ানের মা দাবি করেছেন, যখন তার ছেলের বয়স মাত্র তিন বছর, তখন এই ইউটিউব চ্যানেল করার আইডিয়া রায়ানই দিয়েছিল। তবে রায়ানের মা নিজেও তার নিজের পরিচয় প্রকাশ করেননি।

ইউটিউবে রায়ানের প্রথম ভিডিওটি ছিল প্লাস্টিকের ডিম ভেঙ্গে সেখান থেকে খেলনা বের করা। আশি কোটি বার এই ভিডিও দেখা হয়েছে। তার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এক কোটি মানুষ।

রায়ানের ভিডিওর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার স্বতঃস্ফূর্ততা। নিত্য নতুন খেলনা নিয়ে সে যেভাবে খেলে, সেটা লোকে পছন্দ করে। রায়ানের ইউটিউব চ্যানেল নিয়ে করা একটি রিভিউতে বলা হচ্ছে, ‘রায়ান যখন তার খেলনার প্যাকেট খোলে, তখন একটা নাটকীয় পরিবেশ তৈরি হয়।’

এসএইচ-১৮/০৪/১২ (প্রযুক্তি ডেস্ক)

মৃত্যুর ৭৪ বছর পর ঘরে ফেরা

সাত দশকেরও বেশি সময় পরে নিজভূমে সমাহিত হলেন। যার কথা বলছি তিনি হলেন, সার্জেন্ট রিচার্ড মার্ফি জুনিয়র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিখোঁজ ৭২ হাজারেরও বেশি মার্কিন সেনার মধ্যে একজন। ১৯৪৪ সালের জুন মাসে নর্দার্ন মেরিয়ানার সাইপানের কাছে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে নিহত হন মার্কিন নৌসেনা বাহিনীর এই সদস্য। তার বয়স তখন মাত্র ২৬। দেহাবশেষের যতটুকু পানিতে ভেসে ছিল, তা উদ্ধার করা হলেও শনাক্ত সম্ভব হয়নি তখন।

মার্ফির সেই দেহাবশেষ ঠাঁই পায় ফিলিপাইনের এক সমাধিক্ষেত্রে। এত বছর সেখানেই শায়িত ছিলেন তিনি। চলতি বছর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শনাক্ত না হওয়া এমন অনেক সমাধি খুঁড়ে শুরু হয় পরিচয় বের করার কাজ। আধুনিক বিজ্ঞান, সেনা-ইতিহাসের এক নিয়োজিত গবেষক ও মার্ফির পরিবারের সদিচ্ছা সব মিলিয়ে অসাধ্য সাধন হয়েছে। দীর্ঘ সাত দশক পর মার্ফি ফিরে এসেছেন মেরিল্যান্ডে, যেখানে তার জন্ম। সিলভার স্প্রিং-এর এক সমাধিক্ষেত্রে গত শনিবার মায়ের সমাধির পাশেই ফিরে এলেন তিনি।

মার্ফির ৬৮ বছর বয়সী ভাইপো জেরি বলেন, এ এক অদ্ভুত যাত্রা। তিনি বরাবরই আমাদের হৃদয়ে বেঁচে আছেন। কিন্তু যা ঘটল, সেটা অভাবনীয়। ভীষণ সুন্দর। ঠিক এক শতক আগে কলম্বিয়ায় জন্ম রিচার্ড মার্ফি জুনিয়রের। জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মার্ফি পড়াশোনা শেষে ‘ইভেনিং স্টার’ খবরের কাগজে যোগ দেন। স্থানীয় খবর লিখতেন যুবক মার্ফি। ধীরে ধীরে যুদ্ধসংক্রান্ত রিপোর্টার হয়ে ওঠেন। আর এভাবেই একদিন মার্কিন নৌসেনা বাহিনীর সদস্য হওয়া। এক চোখে দেখতে না পেলেও তাকে রণক্ষেত্রে পাঠানো হত।

ওই কাজে এক বছর পরেই বিপদের মুখোমুখি হন মার্ফি। প্রশান্ত মহাসাগরে এমন একটি যান চালিয়ে তিনি এগোচ্ছিলেন, যেটি জল-স্থল দু’টিতেই এগোতে পারে। নর্দার্ন মেরিয়ানার দিকে যাচ্ছিলেন মার্ফি। সাইপান তখন জাপানিদের ঘাঁটি।

মার্ফিদের যান দেখেই শুরু হয় মর্টার বর্ষণ। এক প্রত্যক্ষদর্শী পরে মার্ফির মাকে জানিয়েছিলেন সেদিনটার কথা। মর্টারের তোড়ে প্রবাল প্রাচীরে আটকে যায় মার্ফিদের যান। বাকি সঙ্গীরা লাফিয়ে নেমে গেলেও আহত একজনের জন্য যান ছেড়ে যাননি মার্ফি। এরপরেই ছুটে আসে শেল, পুরো যানটাই তলিয়ে যায় পানিতে। নিখোঁজ হন মার্ফি।

তিন মাস পরে তার মায়ের কাছে টেলিগ্রাম আসে যে, তার ছেলে যুদ্ধে গিয়ে নিখোঁজ হয়েছেন। তারও এক বছর পরে আর একটি টেলিগ্রামে জানানো হয়, ‘ধরে নেওয়া হচ্ছে সার্জেন্ট রিচার্ড জুনিয়র আর বেঁচে নেই।’ ২২টি বই ভরা মার্ফির ট্রাঙ্ক, চারটি খাতা, আর দু’টি তামাকের প্যাকেট পাঠিয়ে দেওয়া হয় বাবা-মায়ের কাছে।

বাকি জীবনটুকু বাবা-মা ছেলের ফ্রেমবন্দি ছবি নিয়েই কাটিয়ে দেন। ছবিটা ভাইপো জেরির হাতে আসে। ২০১৪ সালে ফোন পান এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিখোঁজ সেনাদের দেহাবশেষ উদ্ধারের চেষ্টা করছে। তারপরে দীর্ঘ যাত্রা পেরিয়ে মাতৃভূমিতে ফিরলেন সার্জেন্ট রিচার্ড মার্ফি জুনিয়র, মৃত্যুর ৭৪ বছর পর।

এসএইচ-১৭/০৪/১২ (অনলাইন ডেস্ক)

দেশে গুমের বিচার না পেলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের দেশে যতগুলো গুমের ঘটনা ঘটেছে অধিকাংশ ক্ষেত্রেই শিকার হয়েছেন সরকারবিরোধী রাজনীতি যারা করেন। কাজেই আমাদের ভাববার কারণ হচ্ছে, গুম হয়েছে পরিকল্পিতভাবে এবং সংখ্যার দিক থেকেও এটা ব্যাপক।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গুম হওয়া পরিবারদের সংগঠন ‘মায়ের ডাক’ এ সমাবেশের আয়োজন করে।

আসিফ নজরুল বলেন, বিভিন্ন আন্তর্জাতিক আইনে বলা হয়েছে, গুম বা খুন যখন পরিকল্পিত ও ব্যাপক সংখ্যায় হয়, তখন সেটাকে আমরা মানবতাবিরোধী বলতে পারি। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ বলা যায়।

তিনি বলেন, আমি মনে করি, গুমের শিকার হওয়া যেসব পরিবার আছেন আপনারা যদি দেশে বিচার না পান, আন্তর্জাতিক অপরাধ হিসেবে এর বিচার পাওয়ার জন্য আন্তর্জাতিক আদালতে চেষ্টা করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, আমাদের সংবিধানে বলা আছে, যেকোনো নাগরিকের আইন অনুযায়ী বিচার করতে হবে। আমি প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের কোন আইনে আছে যে, একটা মানুষকে আপনি কোনো বিচার না করে, কোনো কথা না বলে গুম করে দেবেন। তাকে হত্যা করবেন বা নিখোঁজ করে দেবেন?

তিনি আরও বলেন, আজ নির্বাচনী ডামাডোলের মধ্যে আপনারা এই প্রশ্ন তোলেন। যারা ভোট চান তাদের প্রশ্ন করেন, আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা কেন গুম হয়েছে? কারা গুম করেছে? এই প্রশ্নের উত্তর আমরা চাইবো সরকারের কাছে। একই সঙ্গে বিরোধী পক্ষ যারা আছেন, তাদের কাছে জানতে চাইবো যে, যারা গুম হয়েছেন তাদের ন্যায় বিচার কীভাবে করবেন?

সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদের নেতা খালেকুজ্জামান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়ালসহ গুম হওয়াদের পরিবারের সদস্যরা।

বিএ-১১/০৪-১২ (ন্যাশনাল ডেস্ক)

এবার মাতৃত্বের স্বাদ নিচ্ছেন সানি লিওন

নিচ্ছেন সানি লিওন

সানি লিওনের নাম জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। বিভিন্ন সময়ে ব্যতিক্রম অনেক কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন এই তারকা।নিন্দুকরা বিভিন্ন কথা বললেও সুনামের পাল্লাও ভারি হয়েছে সানির।

নিজেদের কোনো সন্তান না থাকলেও এ পর্যন্ত তিনটি সন্তান দত্তক নিয়েছেন সানি লিওন ও স্বামী ড্যানিয়েল ওয়েবার।দুই ছেলে আশের ও নোয়া সিং ওয়েবার এবং মেয়ে নিশা সিং ওয়েবারকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছেন তারা।

ডিজনিল্যান্ডে নিশার এক বছরের জন্মদিন পালনের পর সানি এবং ড্যানিয়েলের জীবনে আসে নোয়া এবং এশার নামে আরও দুই সন্তান। নোয়া, এশার এবং নিশাকে নিয়ে ড্যানিয়েল এবং তার জীবন এবার পরিপূর্ণ হয়েছে বলে জানান সানি।

আর এবার ৩ সন্তানকে একসঙ্গে নিয়ে ছবি শেয়ার করলেন সানি এবং তার স্বামী। নিজের সোশ্যাল সাইটে সানি সেই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায় ।

আসুন দেখে নেই সন্তানের সঙ্গে সানির ব্যতিক্রম কিছু ছবি, যা দেখেনি আগে।

দুই ছেলেকে কোলে নিয়ে আদর করছেন সানি।

সানি লিওন ও স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে তাদের তিন সন্তান।

প্রিয়জনদের সঙ্গে সানি এ তার সন্তানরা।

সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে সানি।

আরএম-১৭/০৪/১২ (বিনোদন ডেস্ক)

রণবীরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ আশীর্বাদের মতো : ক্যাটরিনা

রণবীরের সঙ্গে

বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ নিজের ভালোবাসার সম্পর্ক, ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন তা তেমন একটা শোনা যায় না। তবে ক্যাটরিনা মুখ না খুললেও বলিউডে তাকে নিয়ে কম চর্চা হয়নি।

সালমানের সঙ্গে ক্যাটরিনার প্রেম, রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক এবং বিচ্ছেদ সবকিছু নিয়েই আলোচনা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেম। প্রথমে দীপিকার সঙ্গে রণবীরের প্রেম, যে প্রেম নিয়ে ভীষণই সিরিয়াস ছিলেন দীপিকা। তবে মাঝে ঢুকে যান ক্যাট, সম্পর্ক ভাঙে দীপিকা-রণবীর কাপুরের।
এই ত্রিকোণ প্রেম বি-টাউনে সবসময়ই আলোচনার বিষয় হয়ে উঠে এসেছে। এমনকি অনেকেই মনে করেন ক্যাটরিনার জন্যই রণবীরকে হারিয়েছিলেন দীপিকা। আর এটা নিয়ে ক্যাটরিনার প্রতি দীপিকার কম রাগ ছিল না।

যদিও পরবর্তীকালে ক্যাটরিনার সঙ্গেও রণবীরের সম্পর্ক টেকেনি। কিন্তু বিরক্ত দীপিকা প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন তিনি বিয়েতে ক্যাটরিনাকে কখনই নিমন্ত্রণ করবেন না। যদিও রণবীর সিংয়ের মধ্যস্থতায় ক্যাটরিনাকে শেষপর্যন্ত দীপবীরের রিসেপশনে নিমন্ত্রণ পাঠানো হয়। ক্যাটরিনাও পুরনো বিবাদ ভুলে সেজেগুজে হাজির ছিলেন রিসেপশনে।

তবে সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্ক-বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন ক্যাট। সম্প্রতি, ‘ভোগ’ ম্যাগজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে তার সম্পর্ক প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, `এটাই আমার জীবনে প্রথম ছিল, যখন আমি নিজের প্রতি মনোযোগী ছিলাম। আর যখন আপনি নিজের প্রতি মনোযোগ দেবেন, তখনই অনেক সময় আপনার মনে হবে আপনি নিজেকে ঠিকভাবে জানেন না। আমার জীবনে ওই সময়টাও এরকমই ছিল।

তিনি আরও বলেন, ওই সময়টা আমার কাছে এমনই অস্বস্তিকর, যখন আমি মেনে নিয়েছিলাম যে নিজেকে ঠিকভাবে জানিই না। একটা ঘোরের মধ্যে ঘটনাগুলো যেন নিজের মতো করেই ঘটে গিয়েছিল। তবে এখন যখন এই সম্পর্কটা ভেঙে গেছে, এটাকে আমি আশীর্বাদের মতোই দেখছি। এখন আমি আবার নিজেকে নতুন করে চিনেছি, আমার চিন্তাভাবনাগুলোকে বুঝতে পারছি।

আরএম-১৬/০৪/১২ (বিনোদন ডেস্ক)

নায়িকা শায়লা লড়ছেন ফরিদপুরে

নায়িকা শায়লা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন চিত্রনায়িকা শাহরিয়া ইসলাম শায়লা।

তিনি ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর) আসন থেকে নির্বাচন করবেন।

গত মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে তার হাতে মনোনয়ন চিঠি তুলে দেয়া হয়।

চিত্রনায়িকা শায়লা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ ও বর্তমান স্বতন্ত্র সাংসদ শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে নিক্সন চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শায়লার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মালিগ্রামে। বাবার নাম মো. ওহাব মাতুব্বর, মায়ের নাম মঞ্জু বিবি।

নব্বই দশকের শেষ দিকে চলচ্চিত্রের অস্থির সময়ে বেশ কিছু সমালোচিত ছবিতে অভিনয় করেন শায়লা। এসব ছবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, ওরা কারা, ফুটপাতের শায়েনশাহ, নষ্টা মেয়ে, জ্বলন্ত নারী, ধর মফিজ, তেজী মেয়ে, যৌথ হামলা, ছিন্নভিন্ন। মোট ষাটটি ছবিতে অভিনয় করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে ছোটবেলায় বেশ দুরন্ত স্বভাবের ছিলেন শায়লা। তবে পড়ালেখা ও স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি ছিলেন সেরা। সব সময়ই প্রথম বা দ্বিতীয় হতেন। অভিনয় ও রাজনীতিতেও বেশ সুনাম কুড়িয়েছেন। রাজনীতিতে পুরোপুরি যুক্ত হয়ে গেলে শিল্প অঙ্গনে তেমন সময় দিতে পারেননি।

২০১৬ সালে আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত ফরিদপুরের ভাঙ্গা থেকে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি বিএনপি’র প্রার্থী হিসেবে সেখান থেকে ২৩ হাজার ৩৪১ ভোট পেয়েছেন। মাত্র কয়েক মাস কাজ করে তিনি এই বিপুল সংখ্যক ভোট পেয়েছেন।

শায়লা লন্ডনের ওয়েস্ট মিনিষ্টার ইউনিভার্সিটি থেকে বিজনেস ইকোনোমিক্সে পড়ালেখা করেছেন। ঢাকার ইস্টার্ণ ইউনিভার্সিটি থেকে এল এলবি অনার্স কমপ্লিট করেছেন।

শায়লা ১৯৯৮ সাল থেকে বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ছাত্রদল ও জাসাসের সঙ্গে কাজ করছেন। জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতিও তিনি। এছাড়া এমনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গেও যুক্ত শায়লা।

আরএম-১৫/০৪/১২ (বিনোদন ডেস্ক)

বালামের মিউজিক ভিডিওতে ভিন্নরূপে সুজানা

মিউজিক ভিডিওতে

জনপ্রিয় সংগীতশিল্পী বালামের নতুন মিউজিক ভিডিওতে ব্যতিক্রমী লুকে দেখা যাবে মডেল-অভিনেত্রী সুজানা জাফরকে। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে হেয়ারস্টাইল ও পোশাকের দিকে বিশেষ নজর দিতে হয়েছে সুজানাকে।

মিউজিক ভিডিওতে কাজ করা প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে সুজানা বলেন, মিউজিক ভিডিওটির কাহিনী একটু অন্যরকম। গতানুগতিক মিউজিক ভিডিওর মতো নয়। সে জন্যই রাজি হয়েছি।

এতে নিজের চরিত্র নিয়ে সুজানা বলেন, তিনদিন ধরে শুটিং হয়েছে মিউজিক ভিডিওটির। আমার চরিত্রটা বেশ মজার একটা চরিত্র। তবে কাজটি করতে অনেক কষ্ট হয়েছে। রোদ্রে ত্বক পুড়ে গেছে। এত কষ্ট করেও ভালো লাগছে কারণ কাজটি ভালো হয়েছে।

এর আগে সঙ্গীতশিল্পী ইমরান, ন্যান্সি, তাহসান খানের গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা গিয়েছিল জনপ্রিয় এই তারকাকে। সবগুলো গানই সাড়া ফেলেছিল।

আরএম-১৪/০৪/১২ (বিনোদন ডেস্ক)