নিজ আসনে হার, খালেদার আসনে জয় ফখরুলের

বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের নির্বাচনি এলাকায় হেরে গেলেও জয় পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনে।

রোববার রাতে নির্বাচন কমিশন (ইসি) ও জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

ঘোষিত বেসরকারি ফলাফল থেকে দেখা যায়- ঠাকুরগাঁও-১ আসরে ১৭৫টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ৭৮ ভোট। আর বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ১ লাখ ২৫ হাজার ৯০৯ ভোট।

অন্যদিকে, বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৬ হাজার ৯৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।

এসএইচ-২৬/৩০/১৮ (উত্তরাঞ্চল ডেস্ক)