মোবাইল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে বিজয় (১৮) নামে এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

বিজয় আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের আব্দুল হামিদের ছেলে। রোববার এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পুলিশ ও স্থানিয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে বিজয় তার বাবা-মায়ের কাছে একটি মোবাইল ফোন চায়।

তারা ফোন কিনে দিতে না পারায় অভিমান করে শনিবার বিকেলে তিনি নিজের ঘরে গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে বিজয়কে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে শনিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন জানান, ফোন কিনে দিতে না পারায় বাবা-মায়ের উপর অভিমান করে ওই যুবক আত্মহত্যা করে। কোনো বাদী না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএইচ-১৫/০১/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)