চাঁপাইনবাবগঞ্জে ভটভটি ভর্তি ফেনসিডিলসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ভটভটি ভর্তি দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরিফুল ইসলাম আরিফ (২৮) নামের এক যুবককে।

মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে রহনপুর পৌর এলাকার খেয়াড়মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার আরিফ জেলার শিবগঞ্জ উপজেলার তত্ত্বিপুরের নৈমুদ্দিনের ছেলে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

দুপুরে র‌্যাব গণমাধ্যমকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রহনপুর খোয়াড়মোড়ে রাস্তায় তল্লাশি অভিযান চালায়। এসময় ভখভট বোঝাই ভটভটি আটক করা হয়।

পরে তাতে তল্লাশি চালিয়ে ৮টি প্লাস্টিকের বস্তায় ভর্তি ২০০০ বোতল ফেননিসডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক আরিফকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবদে আরিফ দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে র‌্যাব।

বিএ-১১/২৬-০২ (উত্তরাঞ্চল ডেস্ক)