চাঁপাইনবাবগঞ্জে জব্দকৃত ৮ কোটি টাকা মাদক ধ্বংস

‘মাদককে না বলুন’-এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের বারঘরিয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে বিজিবি’র আটককৃত প্রায় ৮ কোটি টাকা সমমূল্যের (৭ কোটি ৯৮ লাখ ৭ হাজার ৫ টাকা) বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল, ফেনেসিডিল, বিদেশি মদ, হেরোইন, দেশি মদ, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও বিভিন্ন নেশাজাতীয় ইঞ্জেকশন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার ও ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এসএম সালাহ্ উদ্দিন।

বিএ-০৪/০৫-০৩ (উত্তরাঞ্চল ডেস্ক)