চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের কঠোর লকডাউন, রেল যোগাযোগ বন্ধ

করোনা রোগী শনাক্তের হার ৫৫ শতাংশ বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এদিকে লকডাউন দেওয়ায় জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলাব্যাপী লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ।

তিনি জানান, সোমবার রাত ১২টার পর থেকে আগামী রোববার ৩০ মে পর্যন্ত পুরো জেলায় সাত দিনের কঠোর লকডাউন থাকবে। তবে এ সময়ে জরুরি পরিসেবা চালু থাকবে বলেও জানান জেলা প্রশাসক।

এদিকে চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করায় মঙ্গলবার থেকে ওই জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজশাহী অঞ্চলে বিধ্বংসী রূপ নিয়েছে মহামারি করোনা। রোববার বিকেল থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছে ১০ জন। এর মধ্যে ছয়জনেই চাঁপাইনবাবগঞ্জের। তারা সবাই করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃতদের মধ্যে আইসিইউতে চারজন, ১৬নং ওয়ার্ডে তিনজন, ২৯নং ওয়ার্ডে একজন, ২২নং ওয়ার্ডে দুজন মারা গেছেন। মৃতদের ছয়জনেই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

এছাড়া সোমবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে ১৬৮ জন করোনা রোগী ভর্তি আছেন বলেও জানান তিনি।

ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আক্রান্তদের জায়গা দেওয়া যাচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার কিছু অংশে করোনা ব্যাপক আকার নিয়েছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এসএইচ-১৪/২৪/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)